রবি ঘোষ

রবি ঘোষ


পৈতৃক বাড়ি মহিম হালদার স্ট্রিটে। অনেক দিন পর্যন্ত সেখানেই থাকতেন রবি ঘোষ। পুজোর দিনে পাড়ার প্যান্ডেলে ওঁকে, ওঁর প্রথমা স্ত্রী অনুভা গুপ্তর উপস্থিতি একনও মনে রেখেছেন পাড়ার লোকে।  পরে চলে এসেছিলেন গলফ গ্রিনের ফ্ল্যাটে। মৃত্যুও সেখানেই।

মহিম হালদার স্ট্রিট

গলফ গ্রিন