প্রমথেশ বড়ুয়া
সে ছিল গৌরীপুর এস্টেটের বাড়ি। লোকে বলত রাজবাড়ি। স্বয়ং রাজকুমার যে থাকতেন সেখানে! বালিগঞ্জ সার্কুলার রোডের একটা অংশের নাম প্রমথেশ বড়ুয়া সরণি হলে হবে কী! ও রাস্তায় বড়ুয়া সাহেবের চিহ্নটুকুও আর নেই। এক কালে ওই বাড়িতেই বড়ূয়া স্টুডিওরও পত্তন হয়েছিল। কিছু পরে তা সরে যায় পাশেই ১২ নম্বর মুলেন স্ট্রিটে, যে বাড়ি পরে যমুনা বড়ুয়ার বাড়ি। সে ঠিকানা গিয়েছে বদলিয়ে। বদলায়নি শুধু পিসিবি-র নামের সঙ্গে জড়িয়ে থাকা সম্ভ্রম আর গ্ল্যামার।