প্রতিমা বন্দ্যোপাধ্যায়
কই গো কই গো কই? ঐ তো, সাহানগরে গলি দিয়ে ঢুকে শেষ প্রান্তে গাছের ছায়া ঘেরা বাড়িটা। প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গলার মতোই স্নিগ্ধতার ছোঁয়া যেন বা। একটু যেন লাজুক। বাড়ির নামও শিল্পীর নামেই। সামনে দাঁড়ালে কাজলা দিদির জন্য মন হু হু করে উঠবেই।