প্রণব রায়
গীতিকার প্রণব রায়ের বাড়ি ছিল চেতলায়। সেই ঠিকানায় এখন অত্যাধুনিক ফ্ল্যাটবাড়ি। আশেপাশে প্রণবের স্মৃতিচিহ্ন বলতে কিছুই নেই। যেথা গান থেমে যায়, দীপ নেভে হায়, প্রণব লিখেছিলেন, মিলনের নিশিভোরে যদি মনে পড়ে সেথায় খুঁজিও মোরে। চেতলার বহুতল সে কথা জানে?