মৃণাল সেন

মৃণাল সেন



ফরিদপুরের লোক মৃণাল সেন কলকাতায় আসেন ছাত্রাবস্থায়। চল্লিশের দশকের গোড়ার দিক। শিয়ালদহের মেসে থাকেন। দেশভাগের পরে পুরো পরিবারই এ পারে এসে বেকবাগানে উঠল। বিয়ের পরে মৃণালরা প্রথমে ছিলেন অশ্বিনী দত্ত রোডে। তার পর মনোহরপুকুর। প্রায় ১৪ বছর সেখানে কাটিয়ে চলে এলেন মতিলাল নেহরু রোড। সেখানেও কাটল ১১ বছর। ছেলের বিয়ের পর ১৯৮০ সালে আবার বাড়ি বদল। এ বার বেলতলা। সেখান থেকে ২০০৩-এ পদ্মপুকুরের ফ্ল্যাট। গীতা সেন চলে গেলেন ২০১৭য়, পরের বছরই মৃণাল। ওই পদ্মপুকুর থেকেই। 

বেলতলা

পদ্মপুকুর

Faridpur