নচিকেতা ঘোষ

নচিকেতা ঘোষ


সকালে উঠে কোনও নতুন সুর মনে না এলে অস্থির। ফোন করে পুলক বন্দ্যোপাধ্যায়কে বললেন, কিছু একটা মুখড়া বলো! পুলকও প্রস্তুত নন। তবু সুরকারের প্রয়াত প্রথম স্ত্রীর কথা ভেবে বললেন দু’টো লাইন। একটু পরে আবার ফোন। এক্ষুণি চলে এস, গাড়ির পেট্রল খরচা আমি দেব! অগত্যা হাওড়া থেকে পাইকপাড়া আসতে হল। তৈরি হল গান, ক’ফোঁটা চোখের জল ফেলেছ যে তুমি..। সুরকার নচিকেতা ঘোষ আর তাঁর পাইকপাড়ার বাড়ির ছবি রইল এখানে।

পাইকপাড়া