মান্না দে
কৃষ্ণচন্দ্র দে থেকে মান্না দে, বাংলা গানের দু'দুটি যুগ বাঁধা পড়ে আছে সংকীর্ণ মদন ঘোষ লেনের গলিতে। নকুড়ের মিষ্টির দোকানের পাশে বাঁ দিকে এগোলেই দেখা যাবে স্মৃতিফলক। দোকানের সামনে বসেছে মূর্তিও। বেজে চলেছে গান। গলির মধ্যে কিন্তু পায়রার ডানার ঝাপটানি ছাড়া শব্দ নেই। সঙ্গীতের মহাসিন্ধু সেখানে স্থির, অবিচল।