মিস লাইট

মিস লাইট


পাশাপাশি বাড়ি দুই বান্ধবীর। অতীত দিনের অভিনেত্রী মিস লাইট (তারকবালা) আর রেণুবালা (সুখ)। কে সি দে-র সঙ্গে বিয়ে হয়েছিল। কিন্তু শ্বশুরবাড়ি তারকবালাকে মানেনি কখনও। কে সি দে-র মৃত্যুর পরে মান্না দে কিন্তু আসতেন। পড়শিরা মনে করতে পারেন, দোতলার ঘরে মান্নার গানের রেকর্ড চালিয়ে এক মনে শুনছেন বৃদ্ধা! বাংলা ছবির প্রথম পার্বতী (দেবদাস, ১৯২৮)।

হেমেন্দ্র সেন স্ট্রিট