কানন দেবী
কানন দেবী হাওড়ার মেয়ে। নায়িকা জীবনে একটা বড় সময় জুড়ে থাকতেন কাপালিটোলা লেনে। অশোক মৈত্রর সঙ্গে সম্পর্ক ওই বাড়ি থেকেই। তার পর বিয়ে। কানন খুব সাধ করে কবীর রোডে নিজে ডিজাইন করে বাড়ি করালেন। কিন্তু সে বাড়ি নিয়ে বীতস্পৃহ হয়ে পড়লেন শীঘ্রই। পারিবারিক অশান্তিই তার কারণ। তবে এর পরের পর্বে রিজেন্ট গ্রোভের বাড়িটি কিন্তু হয়ে উঠেছিল দর্শনীয়। পাঁচিলে ম্যুরাল করে দিয়েছিলেন সুভো ঠাকুর। কানন দেবীর বাড়ির পাড়া বলেই লোকমুখে পরিচিত ছিল এলাকাটা। বাড়িটার সামনের জমিতে ফ্ল্যাটবাড়ি উঠে গিয়েছিল আগেই। মূল বাড়িটাও সম্প্রতি ভাঙা পড়েছে।