মলিনা দেবী

মলিনা দেবী


বলরাম বসু ঘাট রোডে একতলা বাড়িটি  কেনা হয়েছিল ১৯৪৭ সালে। মলিনা দেবী আর জলু বড়ালের সংসার সেখানে। বাড়িটি নিজেদের মতো করে বাড়িয়ে নিয়েছিলেন ওঁরা। ওই বাড়িতেই খোলা হয়েছিল মলিনা আর গুরুদাস বন্দ্যোপাধ্যায়ের নাট্যসংস্থা এমজি এন্টারপ্রাইজ। গুরুদাস নিজেও অনেক সময়েই থেকে যেতেন ওখানে। এ সবই আজ দূর অতীত। বাড়িও ফ্ল্যাটে রূপান্তরিত। তবে মলিনার দুই দৌহিত্র আজও ওখানেই। 

বলরাম বসু ঘাট রোড