কানু বন্দ্যোপাধ্যায়

কানু বন্দ্যোপাধ্যায়


টালাপাড়ার বনমালী চ্যাটার্জি স্ট্রিটে কানু বন্দ্যোপাধ্যায়ের বাড়ি চিনিয়ে দেবে তাঁর আবক্ষ মূর্তি। মূর্তিকে সামনে রেখে ডান হাতে এগোলেই তাঁর বাড়ি। সামনে হরিণঘাটার সাবেকি দুধের ডিপো। টালার মানুষ কানুবাবুকে তাঁদের এক জন বলেই জেনেছেন বরাবর। অপুর সংসার শুটিংয়ের জন্য উপযুক্ত লোকেশনের খোঁজ তিনিই দিয়েছিলেন সত্যজিৎ রায়কে। 

টালা