অনাদি বসু
অরোরা ফিল্ম কোম্পানির বসুদের বাড়ি উত্তর কলকাতার কাশী মিত্র ঘাট রোডে। অরোরা তার আদি যুগে যখন ভ্রাম্যমাণ সিনেমা দেখাত, ওই বাড়ি থেকেই সিনেমাওয়ালারা ছবি নিয়ে যেতেন দূরদূরান্তে। অনাদি বসু থেকে অজিত বসু হয়ে অঞ্জন বসু, তিন প্রজন্ম থেকেছেন ওই বাড়িতে। সেই বাড়ি আজ আর নেই। পুরনো গলিতে তার জায়গায় এখন নতুন ফ্ল্যাট উঠেছে।