কমল দাশগুপ্ত

কমল দাশগুপ্ত


হেদুয়ার উল্টো দিকে রামদুলাল সরকার স্ট্রিটের কালীবাড়ির পাশেই বাংলা সিনেমার বিখ্যাত প্রদর্শক-পরিবেশক নান পরিবারের বাড়ি। মন্দিরটাও ওঁদেরই।  ওঁদের তৈরি সিনেমা হলের নামেই বাড়ির নাম রূপবাণী। প্রখ্যাত সুরকার কমল দাশগুপ্ত একটা বড় সময় জুড়ে ভাড়া থেকেছেন সে বাড়ির পিছনের অংশে। ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার পরে কমলবাবু স্ত্রী ফিরোজা বেগমকে নিয়ে চলে আসেন বেকবাগান অঞ্চলে। লোয়ার রেঞ্জ রোডে একটা ফ্ল্যাট ভাড়া নেন ওঁরা। ওঁদের পুত্র জন্ম নেয় কাছেই পার্ক সার্কাসের একটি নার্সিং হোমে। তবে পাকাপাকি ভাবে বাংলাদেশ চলে যাওয়ার আগে ওঁরা কিছুদিন টালা পার্কেও ছিলেন। 

বেকবাগান

সিমলা