কমল মিত্র

কমল মিত্র


শরৎ বসু রোড ধরে হাঁটতে গিয়ে ডায়াসেশন স্কুলের উল্টো দিকে যদি  কে মিত্র লেখা নেমপ্লেট আপনার চোখে পড়ে, জানবেন সেটিই বাংলা ছবির রাশভারি পিতা কমল মিত্রের বাড়ি। ছবিতে যেমনই দেখাক, মানুষটি আদতে ছিলেন বড় স্নেহশীল। বাড়িটি নিজেই করেছিলেন যত্ন নিয়ে। ওঁর পরিবার এখনও আছেন সেখানেই। 

শরৎ বসু রোড