জহর রায়

জহর রায়


চার্লি চ্যাপলিনের ভক্ত জহর রায়ের প্রথম জীবন কেটেছে পাটনাতে। তার পর চার্লির মতো অভিনয় করতে হবে, এই টানে চলে এলেন কলকাতায়। স্ত্রী রইলেন পাটনায়। তার পর কলেজ স্ট্রিটে তাঁর স্থায়ী ঠিকানা হল। বই কিনতেন প্রচুর। সেই বিরাট বই সম্ভার রাখা থাকত পটুয়াটোলার অমিয় নিবাস মেসে। জহরের জন্যই বিখ্যাত হয়ে উঠেছিল সে মেস। 

কলেজ স্ট্রিট