জ্ঞানপ্রকাশ ঘোষ
২৫ নম্বর ডিক্সন লেন। কিংবদন্তি হয়ে যাওয়া বাড়িতে এখন নীল-সাদা রং। এখানে এনআরএস-এর ছাত্রাবাস হয়েছে অনেক দিনই। কিন্তু এক কালে এ ছিল সঙ্গীতের তীর্থক্ষেত্র। জ্ঞানপ্রকাশ ঘোষের এ বাড়িতে কে আসেননি? বড়ে গোলাম আলি থেকে ফৈয়াজ খাঁ...। সন্ধ্যা মুখোপাধ্যায়ের নাড়া বাঁধা তো এ বাড়িতেই। এ বাড়ির ঝংকার সঙ্গীত সম্মেলনের খ্যাতি ছিল ভারত জোড়া। জ্ঞানপ্রকাশ পরে অবশ্য বালিগঞ্জে চলে গিয়েছিলেন।