জদ্দন বাই
জানবাজার আর বেলেঘাটা মিলিয়ে জদ্দন বাইয়ের জীবনের একটা বড় অংশ কেটেছে কলকাতায়। মেয়ে নার্গিসের জন্ম এই শহরেই। বেলেঘাটার ৩৮ নম্বর বদন রায় লেনের সেই বাড়ি নার্গিস পরে দান করেন পশ্চিমবঙ্গ সরকারকে। যে বাড়িতে এক সময় বাঘ পুষতেন জদ্দন, সে বাড়ি এখন প্রতিবন্ধী প্রশিক্ষণ কেন্দ্র। নার্গিসের ইচ্ছাও ছিল তেমনই। জানবাজারের বাড়িটাও আছে। সঞ্জয় দত্ত একবার দেখতে এসেছিলেন। চুপ করে বসেছিলেন কিছুক্ষণ ঘরের মধ্যে।