অমিতাভ বচ্চন
১৩ নম্বর লাউডন স্ট্রিটের ন্যাশনাল টাওয়ার্স। এক সময় এটাই ছিল অমিতাভ বচ্চনের কলকাতার ঠিকানা। ১৯৬৩ সালে অমিতাভ কলকাতায় আসেন চাকরির খোঁজে। উঠেছিলেন বাবার বন্ধু গজানন সারোগীর বাড়ি, টালিগঞ্জে। সেখানে থাকতে থাকতেই মিলল চাকরি, বার্ড অ্যান্ড হিলজার্স কোম্পানিতে। তার মাসখানেক পরে সারোগীর বাড়ি ছেড়ে অমিতাভ শুরু করলেন স্বাধীন ভাবে থাকা। কলকাতার নানা জায়গায় পেয়িং গেস্ট থেকেছেন। তার একটি হল এই ন্যাশনাল টাওয়ার্স। এখানে একটা ফ্ল্যাটে থাকতেন পণ্ডিত বিজয় কিচলু। তিনি হরিবংশ রাই বচ্চনের এক সময়কার ছাত্র। এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ে হরিবংশের কাছে ইংরেজি পড়তেন। বিজয় কিচলুর ফ্ল্যাটে অমিচাভ কিছুদিন ছিলেন। তার পর কিচলুই নীচের তলায় এক বন্ধুর ফ্ল্যাটে একটা পেয়িং গেস্টের বন্দোবস্ত করে দেন। অমিতাভ সেখানে প্রায় বছর দেড়েক ছিলেন।
নীচে অমিতাভর ছবি দু'টি তাঁর কলকাতা পর্বের।