হৃষীকেশ মুখোপাধ্যায়
পুজোর চারটে দিন তিনি কার্টার রোডের অনুপমা বাংলো ছেড়ে কলকাতায় আসবেনই। অধুনালুপ্ত ভারতী সিনেমার পাশের গলি রূপচাঁদ মুখার্জী লেনের পৈতৃক বাড়িতেই কাটাবেন। তিনি বলিউডে বাঙালির আত্মা হৃষীকেশ মুখোপাধ্যায়। ভবানীপুরের সে বাড়ি তখন বিখ্যাত ছিল গানবাজনার চর্চার জন্য। বাড়ি এখনও আছে, হৃষীকেশের বাড়ি বলে চেনে ক’জন?