হেমন্ত মুখোপাধ্যায়
হেমন্ত মুখোপাধ্যায়কে বাঙালি চিরকাল ভবানীপুরের সঙ্গে ওতপ্রোত বলে জেনে এসেছে। ওখানেই হেমন্তর জন্ম এবং দীর্ঘ দিন অবধি কর্মও। তার পর তিনি বেশ কিচু বছরের জন্য মুম্বইপ্রবাসী হলেন। খার এলাকায় তাঁর সেই বাড়ি গীতাঞ্জলি তখন এক ডাকে চিনত লোকে। বেশি বয়সে কলকাতায় ফিরে ফ্ল্যাট নিলেন শরৎ চ্যাটার্জী অ্যাভিনিউয়ে। মালিকানা হাতবদল হলেও সে ফ্ল্যাট এখন হেমন্ত মুখোপাধ্যায় আর্কাইভ।