হীরালাল সেন

হীরালাল সেন


কলকাতায় সেন পরিবারের বাড়ি ছিল প্রথমে শাঁখারিটোলায়। তার পর মসজিদবাড়ি স্ট্রিটে ওঁদের নতুন বাড়ি হয়। হীরালাল তখন ছাত্র। এখানে বেশ কিছু বছর ওঁরা ছিলেন। হীরালালের সন্তানাদি এই বাড়িতেই হয়েছে। তার কিছুকাল পরে এ বাড়ি বিক্রি করে দেওয়া হয়। কিছুদিন ভাড়ায় থেকে হীরালালরা হরিতকী  বাগানে নতুন বাড়ি করেন। তবে এখানেও স্থায়ী হননি ওঁরা। এ বাড়িও বিক্রি করতে হয়। হীরালাল ভাড়ায় চলে যান ব্ল্যাকি স্কোয়ারের বাড়িতে। এই বাড়িতেই তাঁর মৃত্যু। তার আগে তাঁর এক ভাই মতিলাল চলে গিয়েছিলেন রায়বাগানে। রায়বাগানের বাড়িতেই আগুন লেগে হীরালালের তোলা ছবি সব পুড়ে যায়। আগুনে মারা যান মতিলালের মেয়ে অমিয়বালাও। 

হরিতকী বাগান

ব্ল্যাকোয়ার স্কোয়ার

মসজিদবাড়ি স্ট্রিট

রায়বাগান