হরিসাধন দাশগুপ্ত

হরিসাধন দাশগুপ্ত


হরিসাধন দাশগুপ্তের বাবা বিরাজমোহন দাশগুপ্ত ছিলেন স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের প্রথম ভারতীয় ডিরেক্টর। শিলং থেকে এসে কলকাতায় দু'টো বাড়ি করেছিলেন, যতীন দাস রোড আর সাদার্ন অ্যাভিনিউয়ে। হরিসাধনের ছোটবেলা কেটেছে দু'জায়গাতেই। পরে যতীন দাস রোডের বাড়ি বিক্রি হয়ে যায়। সাদার্ন অ্যাভিনিউয়ের বাড়িতেই চলে আসেন সবাই। ১৯২১ সালে তৈরি সে বাড়ি চোখ টানত সকলের। পরে একতলাটা একটা নার্সিং হোমকে ভাড়া দেওয়া হয়। তার পর তো বিক্রিই হয়ে যায়। দাশগুপ্তরা ভাড়ায় উঠে যান প্রতাপাদিত্য রোডে। হরিসাধনের ছেলে রাজার বিয়ে হয় ওই বাড়িতেই।  তার পর হরিপদ দত্ত লেন, কুঁদঘাট ঘুরে ওঁরা থিতু হলেন গলফ ক্লাব রোডে। হরিসাধন নিজে অবশ্য থিতু থাকতে পারেননি। শহরের কোলাহল থেকে দূরে থাকবেন বলে প্রথমে গেলেন রাজপুর, তার পর শান্তিনিকেতন। শান্তিনিকেতনে ভাস্কর জীবন দলুই ওঁর জন্যে একটা বাসা ডিজাইন করে দিয়েছিলেন। তবু মন টিঁকল না। গেলেন ভাড়ায়। তার পর একেবারে গ্রামে। একটি মুসলিম পরিবারের সঙ্গে একটা ঘর নিয়ে থাকতেন, বাচ্চাদের পড়াতেন।  শেষ জীবনটা একেবারে অন্য রকম কাটালেন হরিসাধন। 




গলফ গার্ডেন্স

প্রতাপাদিত্য রোড

সাদার্ন অ্যাভিনিউ