দীনেন গুপ্ত
জন্ম কলেজ স্ট্রিটে। খুব অল্প বয়সে পিতৃহারা হন। সেই থেকে মা-ই হয়ে ওঠেন মেয়ের জীবনের সঙ্গী, বন্ধু, ভরসাস্থল। মেয়েকে নিয়ে তিনি চলে আসেন ল্যান্সডাউন রোডে। ওই ফ্ল্যাটেই মা-মেয়ের সংসার। টবে ফুলের গাছ করার শখ ছিল দুজনেরই। ফুল, পাখি, প্রজাপতিতে বারান্দা ভরে থাকত। ঝুলন্ত টবে রঙের মেলা বসত। ছবি বিশ্বাস প্রায়ই বলতেন, দীপুর হ্যাঙ্গিং গার্ডেন দেখে আসিগে।