অমর চৌধুরী

অমর চৌধুরী


বাংলার প্রথম সবাক ছবি জামাইষষ্ঠীর পরিচালক অমর চৌধুরী, পুরো নাম অমর রায়চৌধুরী। তাঁর বাসভবনটি জীর্ণ দশায় পড়ে রয়েছে। চৌধুরী পরিবার উঠে গিয়েছে অন্যত্র। অমরবাবুর ছেলে অরুণ চৌধুরী পঞ্চাশ-ষাটের দশকের ছবির পরিচিত মুখ। আর এক ছেলে রবি রায়চৌধুরী ছিলেন উত্তমকুমারের অতি ঘনিষ্ঠ বন্ধু। এ হেন ইতিহাসের সাক্ষী বাড়িটি এখন পুরসভার তালিকায় ‘বিপজ্জনক’ বাড়ি। 

ভবানীপুরের গঙ্গাপ্রসাদ মুখার্জী রোড