অমর চৌধুরী
বাংলার প্রথম সবাক ছবি জামাইষষ্ঠীর পরিচালক অমর চৌধুরী, পুরো নাম অমর রায়চৌধুরী। তাঁর বাসভবনটি জীর্ণ দশায় পড়ে রয়েছে। চৌধুরী পরিবার উঠে গিয়েছে অন্যত্র। অমরবাবুর ছেলে অরুণ চৌধুরী পঞ্চাশ-ষাটের দশকের ছবির পরিচিত মুখ। আর এক ছেলে রবি রায়চৌধুরী ছিলেন উত্তমকুমারের অতি ঘনিষ্ঠ বন্ধু। এ হেন ইতিহাসের সাক্ষী বাড়িটি এখন পুরসভার তালিকায় ‘বিপজ্জনক’ বাড়ি।