দেবেশ ঘোষ
প্রযোজক-শব্দযন্ত্রী দেবেশ ঘোষ ছিলেন উত্তমকুমারের ঘনিষ্ঠ বন্ধু। মুম্বই গেলে উত্তমকুমার প্রায়ই উঠতেন দেবেশের ফ্ল্যাটে। কলকাতাতেও দুই বন্ধু পাশাপাশি ফ্ল্যাট কিনেছিলেন লাউডন স্ট্রিটের মারুতি বিল্ডিংয়ে। ১৯৮০ সালের ২৩ জুলাই। ওগো বধূ সুন্দরীর শুটিং সেরে দেবেশের এই ফ্ল্যাটেই পার্টিতে যোগ দিয়েছিলেন উত্তম। তার পরেই অসুস্থ হয়ে সেই যে বেলভিউ নার্সিং হোমে ভর্তি হলেন, আর ফিরলেন না।