ধীরাজ ভট্টাচার্য

ধীরাজ ভট্টাচার্য


কালীঘাটে আদি গঙ্গার খুব কাছেই হরিশ চ্যাটার্জি স্ট্রিটে অভিনেতা ধীরাজ ভট্টাচার্যের পৈতৃক বাড়ি। বাড়িটি পরে ধীরাজ সংস্কার করেছিলেন। বাবা ললিতমোহন ভট্টাচার্যের স্মৃতিতে নাম দিয়েছিলেন ললিত-স্মৃতি। বাড়িটি আজও সে ভাবেই আছে। ধীরাজের পরিবারের লোকজন এখনও সেখানেই থাকেন। 

হরিশ চ্যাটার্জি স্ট্রিট