কলেজ স্ট্রিটের হোটেল সিসিল ছিল গায়ক ধনঞ্জয় ভট্টাচার্যের ঠিকানা। হোটেলটির মালিকানা ছিল ধনঞ্জয়ের শ্বশুরবাড়ির। হোটেলেরই উপরের দিকে একটি তলায় সংসার পেতেছিলেন ধনঞ্জয়। আমৃত্যু ছিলেন সেখানেই।