দেবকী বসু
নিবাস ছিল বর্ধমানে। সিনেমার সঙ্গে যোগ ডিজি-র সঙ্গে পরিচিয় সূত্রে। বিশের দশকের শেষ দিকের সেই সময়টা মোহনলাল স্ট্রিটে ডিজি-র বাড়িতেই থাকতেন দেবকী বসু। পরে মেনকা সিনেমার পাশে নিজে বাড়ি করেন। সেই বাড়ি চলচ্চিত্র, সাহিত্য, রাজনীতির নক্ষত্রদের আনাগোনায় মুখর হয়ে থাকত। কলকাতায় এলে পৃথ্বীরাজ কাপুর এই বাড়িতে উঠতেন। রাজ, শশীরাও বজায় রেখেছিলেন সেই ধারা।