অহীন্দ্র চৌধুরী
নটসূর্য অহীন্দ্র চৌধুরী বড় হয়েছেন, দীর্ঘদিন থেকেছেন ভবানীপুরে। পরে চেতলায় বিশাল বাড়ি করেন। সে বাড়ি এখনও আছে। ওঁর নামে একটা লাইব্রেরিও আছে সেখানে। অহীন্দ্রর মৃত্যুর কয়েক বছর পরে চেতলায় যখন একটি নাট্যমঞ্চ তৈরি হল, তার নাম রাখা হল অহীন্দ্র মঞ্চ।