চিত্রগৃহের বিবরণ

প্রথম পাতা > চিত্রগৃহের বিবরণ
রাধা

রাধা


ঠিকানা: ১৪০ বিধান সরণি। কলকাতা ৪

শুভারম্ভ: ২৬.২.১৯৫৪

প্রদর্শিত প্রথম ছবি: মা অন্নপূর্ণা

এখন: শপিং মল হয়েছে

বিশ্বাস পরিবারের এক বিঘা জমিতে অট্টালিকাসম বাড়ি। তারই একতলা ও দোতলা নিয়ে তৈরি হয়েছিল রাধা সিনেমা। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি ছিলেন তুষারকান্তি ঘোষ।

পুনশ্চ

রাধা সিনেমার বাড়িতেই এক সময় থেকেছেন অভিনেতা কমল মিত্র এবং নীতিশ মুখোপাধ্যায়।

উল্লেখযোগ্য ছবি (১৯১৭-১৯৯৯)

অন্নপূর্ণার মন্দির, বলয়গ্রাস, ঢুলী, মা অন্নপূর্ণা, নববিধান, ষোড়শী, অর্দ্ধাঙ্গিনী, বিধিলিপি, ব্রতচারিণী, দস্যু মোহন, রাণী রাসমণি, অসবর্ণা, চোর, মা, মহাকবি গিরিশচন্দ্র, পাপ ও পাপী, শুভরাত্রি, সূর্য্যমুখী, আদর্শ হিন্দু হোটেল, বড়দিদি, জন্মতিথি, মাধবীর জন্য, ওগো শুনছো, তাসের ঘর, উল্কা, ভানু পেলো লটারী, ডাক্তারবাবু, জলসাঘর, যোগাযোগ, কংস, মেঘমল্লার, ও আমার দেশের মাটি, পরশ পাথর, বিভ্রান্ত, ছবি, নীল আকাশের নীচে, নৃত্যেরই তালে তালে, রাতের অন্ধকারে, শশীবাবুর সংসার, বাইশে শ্রাবণ, চুপি চুপি আসে, গঙ্গা, ক্ষুধা, মায়ামৃগ, শহরের ইতিকথা, তৈলঙ্গস্বামী, কোমল গান্ধার, মা, মধুরেণ, নেকলেস, সাধক কমলাকান্ত, সয়ম্বরা, বধূ, বেনারসী, ভগিনী নিবেদিতা, ডাকাতের হাতে, ঢেউ এর পরে ঢেউ, ধূপছায়া, দুই বাড়ী, হাই হিল, পলাতক, সৎ ভাই, সূর্য্যশিখা, অয়নান্ত, বীরেশ্বর বিবেকানন্দ, মরুতৃষা, মোমের আলো, প্রতিনিধি, স্বর্গ হতে বিদায়, দেবতার দীপ, দোলনা, জয়া, মহালগ্ন, মুখুজ্যে পরিবার, অশ্রু দিয়ে লেখা, মায়াবিনী লেন, পাগল ঠাকুর, রামধাক্কা, সুশান্ত সা, স্বপ্ন নিয়ে, উত্তর পুরুষ, অভিশপ্ত চম্বল, আকাশছোঁয়া, চিড়িয়াখানা, হঠাৎ দেখা, কেদার রাজা, প্রস্তর স্বাক্ষর, অদ্বিতীয়া, আপনজন, বৌদি, চারণকবি মুকুন্দদাস, দুরন্ত চড়াই, মা ও মেয়ে, পদিপিসির বর্মিবাক্স, পিকনিক, অচেনা অতিথি, আমি সিরাজের বেগম, আশার আলো, চিঠি, নিশিকন্যা, শবরী, শেষ পৃষ্ঠায় দেখুন, ছেঁড়াতমসুক, প্রান্তরেখা, রোদনভরা বসন্ত, সঙ্গিনী, শজারুর কাঁটা, সোনার কেল্লা, অগ্নীশ্বর, বাঘবন্দী খেলা, প্রেমের ফাঁদে, প্রিয় বান্ধবী, স্বয়ংসিদ্ধা, আনন্দমেলা, অসময়, বহ্নিশিখা, স্বীকারোক্তি, বাবুমশাই, হারানো প্রাপ্তি নিরুদ্দেশ, জীবন মরুর প্রান্তে, কবিতা, প্রতিশ্রুতি, সানাই, শ্রীশ্রী মা লক্ষ্মী, লালাকুঠি, মান অভিমান, রজনী, স্ট্রাইকার, তিলোত্তমা, অরুণ বরুণ কিরণমালা, হীরে মাণিক, যত মত তত পথ, নৌকাডুবি, পম্পা, শুভ সংবাদ, সুনয়নী, অভী, ভাগ্যচক্র, জি. টি. রোড, হীরক রাজার দেশে, প্রিয়তমা, রাজাসাহেব, দুষ্টু মিষ্টি, কপালকুণ্ডলা, মা বিপত্তারিণী চণ্ডী, সাহেব, সুবর্ণগোলক, উপলব্ধি, আকালের সন্ধানে, দুরেরনান্দি, মা কল্যাণেশ্বরী, মায়ের আশীর্ব্বাদ, প্রফুল্ল, সংকল্প, শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত, ত্রয়ী, উত্তর মেলেনি, অভিনয় নয়, আগামীকাল, বাতিঘর, ছোট মা, দিন যায়, এই ছিল মনে, জবানবন্দী, যিনি রাম তিনি কৃষ্ণ একই দেহে রামকৃষ্ণ, জ্যোৎস্না রাত্রি, কাউকে বোলো না, মাতা আগমেশ্বরী, মুক্তির দিন, নাগমতী, নিম অন্নপূর্ণা, সংসারের ইতিকথা, উৎসর্গ, অগ্নিশুদ্ধি, বিষবৃক্ষ, দাদামণি, দুজনে, ললিতা, সাগর বলাকা, সীমন্তরাগ, সোরগোল, আহুতি, অন্বেষণ, Didi, নীলকণ্ঠ, সন্ধ্যাপ্রদীপ, সোনার সংসার, টগরী, অভিশাপ, অমর বন্ধন, অনুরাগের ছোঁয়া, আর্তনাদ, জীবন, উত্তর লিপি, অবির, অমরসঙ্গী, বন্দুকবাজ, বিদ্রোহী, চপার, গায়ক, জবাব, রাণীমা, তানিয়া, টুনি বউ, আগমন, আঘাত, অপরাধী, বোবা সানাই, জ্যোতি, করোটি, মহাকবি কালিদাস, পুনর্মিলন, তুমি কতো সুন্দর, আমানত, অঙ্গার, মহাপীঠ তারাপীঠ, মস্তান (ডাব্‌ড), মনে মনে, নতুন সূর্য, নয়নমণি, অগ্নিকন্যা, অনুরাগ, অপবাদ, ছোটুর প্রতিশোধ, ঘরের বউ, লড়াই, মানদণ্ড, ন্যায়দণ্ড, শেষ আঘাত, এক পশলা বৃষ্টি, জঙ্গল পাহাড়ী, কথা দিলাম, মান মর্যাদা, পলাতকা, পতি পরম গুরু, সাধারণ মেয়ে, শুভ কামনা, বাহাদুর, ধর্মযুদ্ধ, খোলা চোখ, মায়াবিনী, প্রিয়া, আত্মজ, বধূ, দুরন্ত প্রেম, কাচের পৃথিবী, প্রেম পূজা, সম্পর্ক, অতিক্রম, সালমা সুন্দরী, ভাই আমার ভাই, ভয়, জয় বিজয়, মিস মৈত্রেয়ী, আদরের বোন, দশ নম্বর বাড়ি, পিতা মাতা সন্তান, তোমায় পাব বলে

আরও রাধা ছবি