চিত্রগৃহের বিবরণ

প্রথম পাতা > চিত্রগৃহের বিবরণ
পূর্ণ

পূর্ণ


ঠিকানা: ৪, শ্যামাপ্রসাদ মুখার্জী রোড, কলকাতা ২৫

শুভারম্ভ: ১৮৭৭

এখন: বন্ধ

আগের নাম : রসা থিয়েটার

১৮৭৭ সালে ভবানীপুরে মনোময় বন্দ্যোপাধ্যায়ের জমি লিজ নিয়ে রসা থিয়েটার গড়লেন ক্যালকাটা কেমিক্যালের মালিক মৈত্র পরিবার। কিন্তু চালাতে পারলেন না বেশিদিন। মনোময়বাবু জমি ফেরত নিয়ে  নিজেই চালাতে লাগলেন থিয়েটার। নাটক তো হতই। সঙ্গে ভ্যারাইটি শো, বায়োস্কোপও থাকত। রসা থিয়েটারই ছিল বাঙালির তৈরি প্রথম প্রেক্ষাগৃহ, যেটা কালক্রমে পুরোপুরি চিত্রগৃহে পরিণত হল। ১৯২১ সালে এখানেই দেখানো হল ধীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের ছবি বিলেত ফেরত। মনোময়ের পরে হলের মালিক হলেন পুত্র শশাঙ্ক শেখর। শশাঙ্কের আমলেই রসার নাম বদল হয়ে হয় পূর্ণ। অকাল প্রয়াত ভাই পূর্ণেন্দু শেখরের স্মৃতিতে নাম পূর্ণ। গত শতকের বিশের দশকেই প্রেক্ষাগৃহের উন্নতির জন্য অনেক কিছু করা হয়। নতুন ওয়েসট্রেক্স প্রোজেক্টর, তিন তলায় বসন্ত কেবিন ক্যাফে, শীতাতপ নিয়ন্ত্রণের যন্ত্র বসল। তার পর এল টকিও। সাউন্ড মেশিন বসিয়ে ১৯৩০ সালে দেখানো হল অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট। 

পুনশ্চ

বিখ্যাত নায়িকা উমাশশী কর্মজীবন শুরু করেছিলেন রসা থিয়েটারে। নাচিয়েদের দলে নাচতেন। সেখান থেকেই সিনেমায় ডাক পান।

উল্লেখযোগ্য ছবি (১৯১৭-১৯৯৯)

রসা থিয়েটার: বিলেত ফেরত (১৯২১), ডাব্বুর কেলেঙ্কারি (১৯২১), নল দময়ন্তী (১৯২১), রত্নাকর (১৯২১), বিদ্যাসুন্দর (১৯২২), ইন্দ্রজিত ও লেডি টিচার (১৯২২), যশোদানন্দন (১৯২২), সাধু কি শয়তান (১৯২২), খোকাবাবু (১৯২৩), নূরজাহান (১৯২৩) পূর্ণ: কৃষ্ণসখা (১৯২৭), বিগ্রহ (১৯৩০), বুকের বোঝা (১৯৩০), পরশ পাথর (১৯৫৮), নীল আকাশের নীচে (১৯৫৯), বাইশে শ্রাবণ (১৯৬০), গঙ্গা (১৯৬০), কোমল গান্ধার (১৯৬১), স্বয়ম্বরা (১৯৬১), ভগিনী নিবেদিতা (১৯৬২), চিড়িয়াখানা (১৯৬৭), গুপি বাঘা ফিরে এল (১৯৯২)

আরও পূর্ণ ছবি