ঠিকানা: ৪, শ্যামাপ্রসাদ মুখার্জী রোড, কলকাতা ২৫
শুভারম্ভ: ১৮৭৭
এখন: বন্ধ
আগের নাম : রসা থিয়েটার
১৮৭৭ সালে ভবানীপুরে মনোময় বন্দ্যোপাধ্যায়ের জমি লিজ নিয়ে রসা থিয়েটার গড়লেন ক্যালকাটা কেমিক্যালের মালিক মৈত্র পরিবার। কিন্তু চালাতে পারলেন না বেশিদিন। মনোময়বাবু জমি ফেরত নিয়ে নিজেই চালাতে লাগলেন থিয়েটার। নাটক তো হতই। সঙ্গে ভ্যারাইটি শো, বায়োস্কোপও থাকত। রসা থিয়েটারই ছিল বাঙালির তৈরি প্রথম প্রেক্ষাগৃহ, যেটা কালক্রমে পুরোপুরি চিত্রগৃহে পরিণত হল। ১৯২১ সালে এখানেই দেখানো হল ধীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের ছবি বিলেত ফেরত। মনোময়ের পরে হলের মালিক হলেন পুত্র শশাঙ্ক শেখর। শশাঙ্কের আমলেই রসার নাম বদল হয়ে হয় পূর্ণ। অকাল প্রয়াত ভাই পূর্ণেন্দু শেখরের স্মৃতিতে নাম পূর্ণ। গত শতকের বিশের দশকেই প্রেক্ষাগৃহের উন্নতির জন্য অনেক কিছু করা হয়। নতুন ওয়েসট্রেক্স প্রোজেক্টর, তিন তলায় বসন্ত কেবিন ক্যাফে, শীতাতপ নিয়ন্ত্রণের যন্ত্র বসল। তার পর এল টকিও। সাউন্ড মেশিন বসিয়ে ১৯৩০ সালে দেখানো হল অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট।
পুনশ্চ
বিখ্যাত নায়িকা উমাশশী কর্মজীবন শুরু করেছিলেন রসা থিয়েটারে। নাচিয়েদের দলে নাচতেন। সেখান থেকেই সিনেমায় ডাক পান।
উল্লেখযোগ্য ছবি (১৯১৭-১৯৯৯)
কৃষ্ণ-সখা, বঙ্গবালা, বিগ্রহ, বুকের বোঝা, শেষ পথ, হ্যাপী ক্লাব (ছোট), সাপুড়ে, আলোছায়া, ডাক্তার, ফিভার মিক্শ্চার (ছোট), শেষ উত্তর, যোগাযোগ, জজ-সাহেবের নাত্নী, বিদেশিনী, নন্দিতা, প্রতিকার, কত দূর, মানে না মানা, পথ বেঁধে দিল, মৌচাকে ঢিল, নতুন বৌ, সাত নম্বর বাড়ী, অভিযাত্রী, অভিযোগ, দুই বন্ধু, নতুন খবর, পথের দাবী, পূর্বরাগ, কালোঘোড়া, মহাকাল, পদ্মা প্রমত্তা নদী, বহুব্রীহি, দ'খ্নে বাঘ, যা হয় না, কামনা, সতেরো বছর পরে, আবর্ত, বীরেশ লাহিড়ী, জীবন সৈকত, কৃষাণ, মেজদিদি, রাধারাণী, রূপকথা, সতী সীমন্তিনী, সুধার প্রেম, অভিশপ্ত, বোধোদয় (ছোট), ছুটীর দিনে (ছোট), দত্তা, খেলাঘর (ছোট), পরিত্রাণ, সে নিল বিদায়, স্পর্শমণি, আবু হোসেন, অনামী, বিন্দুর ছেলে, দর্পচূর্ণ, এ-যুগের মেয়ে, মহিষাসুর বধ, মন্দির, পাশের বাড়ী, পাত্রী চাই, সাবিত্রী সত্যবান, বাঁশের কেল্লা, ধ্রুব, কাজরী, নিষ্কৃতি, পথিক, রামী চণ্ডীদাস, শ্রী শ্রীা সত্যনারায়ণ, আজ সন্ধ্যায়, অন্নপূর্ণার মন্দির, বলয়গ্রাস, ঢুলী, দুঃখীর ইমান, ময়লাকাগজ, নববিধান, শিবশক্তি, ষোড়শী, অপরাধী, অর্দ্ধাঙ্গিনী, আত্মদর্শন, ব্রতচারিণী, দস্যু মোহন, হ্রদ, রাইকমল, সাঁঝের প্রদীপ, শ্রীকৃষ্ণ-সুদামা, অসবর্ণা, চোর, মা, মহাকবি গিরিশচন্দ্র, পাপ ও পাপী, শুভরাত্রি, সূর্য্যমুখী, আদর্শ হিন্দু হোটেল, বড়দিদি, জন্মতিথি, মাধবীর জন্য, ওগো শুনছো, তাসের ঘর, উল্কা, ভানু পেলো লটারী, ডাক্তারবাবু, জলসাঘর, যোগাযোগ, কংস, মেঘমল্লার, ও আমার দেশের মাটি, পরশ পাথর, বিভ্রান্ত, ছবি, নীল আকাশের নীচে, নৃত্যেরই তালে তালে, রাতের অন্ধকারে, শশীবাবুর সংসার, বাইশে শ্রাবণ, চুপি চুপি আসে, গঙ্গা, ক্ষুধা, মায়ামৃগ, শহরের ইতিকথা, তৈলঙ্গস্বামী, কোমল গান্ধার, মা, মধুরেণ, নেকলেস, সাধক কমলাকান্ত, সয়ম্বরা, বধূ, বেনারসী, ভগিনী নিবেদিতা, ঢেউ এর পরে ঢেউ, ধূপছায়া, দুই বাড়ী, হাই হিল, পলাতক, সৎ ভাই, সূর্য্যশিখা, অয়নান্ত, বীরেশ্বর বিবেকানন্দ, মরুতৃষা, মোমের আলো, প্রতিনিধি, স্বর্গ হতে বিদায়, দেবতার দীপ, দোলনা, জয়া, মহালগ্ন, মুখুজ্যে পরিবার, অশ্রু দিয়ে লেখা, মায়াবিনী লেন, পাগল ঠাকুর, রামধাক্কা, সুশান্ত সা, স্বপ্ন নিয়ে, উত্তর পুরুষ, অভিশপ্ত চম্বল, আকাশছোঁয়া, চিড়িয়াখানা, হঠাৎ দেখা, কেদার রাজা, প্রস্তর স্বাক্ষর, অদ্বিতীয়া, আদ্যাশক্তি মহামায়া, বৌদি, চারণকবি মুকুন্দদাস, পঞ্চশর, দুরন্ত চড়াই, মা ও মেয়ে, পদিপিসির বর্মিবাক্স, পিকনিক, অচেনা অতিথি, আমি সিরাজের বেগম, আশার আলো, চিঠি, নিশিকন্যা, শবরী, শেষ পৃষ্ঠায় দেখুন, ছেঁড়াতমসুক, প্রান্তরেখা, রোদনভরা বসন্ত, শজারুর কাঁটা, সুজাতা, অগ্নীশ্বর, বাঘবন্দী খেলা, ফুলু ঠাকুরমা, প্রিয় বান্ধবী, সেদিন দুজনে, আনন্দমেলা, অসময়, বহ্নিশিখা, স্বীকারোক্তি, অমৃতের স্বাদ, হারানো প্রাপ্তি নিরুদ্দেশ, কবিতা, সানাই, শ্রীশ্রী মা লক্ষ্মী, লালাকুঠি, মান অভিমান, রজনী, সূর্যকন্যা, তিলোত্তমা, আমি রতন, অরুণ বরুণ কিরণমালা, হীরে মাণিক, যত মত তত পথ, নৌকাডুবি, পম্পা, শ্রীকান্তের উইল, শুভ সংবাদ, সুনয়নী, ভাগ্যচক্র, বিচার, জি. টি. রোড, হীরক রাজার দেশে, কালো চোখের তারা, রাজাসাহেব, দুষ্টু মিষ্টি, কপালকুণ্ডলা, মা বিপত্তারিণী চণ্ডী, সাহেব, সুবর্ণগোলক, উপলব্ধি, আকালের সন্ধানে, বোধন, দুরেরনান্দি, মা কল্যাণেশ্বরী, মায়ের আশীর্ব্বাদ, প্রফুল্ল, সংকল্প, শুভ রজনী, ত্রয়ী, অভিনয় নয়, আগামীকাল, বাতিঘর, ছোট মা, দিন যায়, এই ছিল মনে, জবানবন্দী, যিনি রাম তিনি কৃষ্ণ একই দেহে রামকৃষ্ণ, জ্যোৎস্না রাত্রি, কাউকে বোলো না, মুক্তির দিন, নাগমতী, সংসারের ইতিকথা, উৎসর্গ, অগ্নিশুদ্ধি, বিষবৃক্ষ, দাদামণি, দুজনে, ললিতা, সীমন্তরাগ, সোরগোল, সূর্যতৃষ্ণা, অন্বেষণ, Didi, ঘরে-বাইরে, নীলকণ্ঠ, সন্ধ্যাপ্রদীপ, টগরী, আতঙ্ক, দুই অধ্যায়, জীবন, উর্বশী, অবির, অমরসঙ্গী, বিদ্রোহী, দেবিকা, নদীয়ার নাগর, রাধারাণী, রাণীমা, সহধর্মিণী, তানিয়া, টুনি বউ, আগমন, আঘাত, আগমন, বোবা সানাই, মধুবন, শুধু তোমারই, আশা, কড়ি দিয়ে কিনলাম, মনে মনে, মণিমালা, নয়নমণি, শত্রুপক্ষ, তুফান, অগ্নিকন্যা, বদনাম, চক্রান্ত, ছোটুর প্রতিশোধ, ঘরের বউ, কলঙ্ক, মানসী, মানদণ্ড, রক্তঋণ, আমার সাথী, আকাঙ্ক্ষা, বিধার বিধান, এক পশলা বৃষ্টি, জঙ্গল পাহাড়ী, মান মর্যাদা, নীলিমায় নীল, পলাতকা, পতি পরম গুরু, সাধারণ মেয়ে, শুভ কামনা, ঠিকানা, বাহাদুর, ধর্মযুদ্ধ, গুপী বাঘা ফিরে এলো, মায়াবিনী, প্রিয়া, দুরন্ত প্রেম, কন্যাদান, মায়া মমতা, মন মানে না, প্রেম পূজা, রক্তের স্বাদ, সম্পর্ক, শ্রীমতী, তপস্যা, নাগজ্য়োতি, রক্ত নদীর ধারা, আবির্ভাব, প্রেম সংঘাত, উজান, মায়ের কথা, মিস মৈত্রেয়ী, অচেনা অতিথি (ডাব্ড), গানে ভুবন ভরিয়ে দেবো, জীবন যৌবন, জীবনযুদ্ধ (ডাব্ড), জয়ী, মানসকন্য়া, মনের মানুষ, সপ্তমী, তারিণী তারা মা, আমি সেই মেয়ে, বিষ্ণু নারায়ণ, গঙ্গা, ঘরের লক্ষ্মী, জামাই No. 1, মেয়েরাও মানুষ, পুত্রবধূ, সাগর বন্য়া, শেষ কর্ত্তব্য়, আত্মীয়স্বজন