ঠিকানা: ৯৫ রাসবিহারী অ্যাভিনিউ, কলকাতা ২৯
শুভারম্ভ: ২২.৫.১৯৫৯
প্রদর্শিত প্রথম ছবি: লাইমলাইট
এখন: চলছে
নেপাল চন্দ্র দত্তের প্রতিষ্ঠিত প্রিয়া সিনেমা হল। খান্না সিনেমা হলের মালিক আবার এর স্থপতি এবং ঠিকাদার হিসাবে কাজ করেছিলেন। প্রিয়ার বর্তমান মালিক অরিজিৎ দত্তের ঠাকুরদা এই নেপাল চন্দ্র দত্ত। মাতামহ অরুণ চন্দ্র গুপ্ত ছিলেন বন সংরক্ষক এবং বিখ্যাত শিকারী। তাঁর ১৯২৯ সালের একটি ভিনটেজ গাড়ি আজও প্রিয়ার লাউঞ্জে রাখা আছে। অন্যান্য ব্যবসার পাশাপাশি নেপালচন্দ্রের চলচ্চিত্র নির্মাণে আগ্রহ ছিল। পূর্ণিমা পিকচার্স এবং প্রিয়া ফিল্মস ছিল তাঁদের মালিকানাধীন প্রোডাকশন হাউস। পিয়ালী ফিল্মস ডিস্ট্রিবিউশন কোম্পানি। এই দত্তরাই হাটে বাজারে (১৯৬৭), ছুটি (১৯৬৭), গুপি গাইন বাঘা বাইন (১৯৬৯), অরণ্যের দিনরাত্রি (১৯৭০) এবং প্রতিদ্বন্দ্বীর (১৯৭০) মতো ছবি প্রযোজনা করেন। গুপি গাইন বাঘা বাইনে ব্যবহৃত সিংহাসনটিও প্রিয়ায় রাখা হয়েছে। আর আছে একটি ৩৫ মিমি ওয়েস্ট্রেক্স প্রজেক্টর। প্রেক্ষাগৃহের উপরেই দত্তদের বাসভবন। রাজ কাপুরের সঙ্গেও ওঁদের সম্পর্ক ছিল ভাল। রাজ যখনই কলকাতায় আসতেন, হোটেলে না থেকে দত্তদের পেন্টহাউসে থাকতেন। জ্যোতিকণার তৈরি ‘চিংড়ি কাটলেট’ রসিয়ে খেতেন। পরবর্তী কালে ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি (২০০০), আকস (২০০১) এবং দিল চাহতা হ্যায় (২০০১) এর প্রিমিয়ারে এখানে এসেছিলেন শাহরুখ খান, অমিতাভ বচ্চন ও আমির খান। প্রিয়াতে বিপুল সংখ্যক বাংলা ছবির প্রিমিয়ারও হয়েছে। ২০১৮-র ৫ অগস্ট প্রিয়ায় আগুন লাগে। রাজ্য সরকার চিঠি দিয়ে হল বন্ধ রাখতে বলে। ২৯ অগস্ট জানানো হয়, শুধু প্রথম এবং দ্বিতীয় তলা ব্যবহার করা যাবে। অগ্নি নিরাপত্তাবিধি মেনে নতুন করে হল খোলা হয় ২০ ফেব্রুয়ারি, ২০১৯ তারিখে। গুপি গাইন বাঘা বাইনই দেখানো হল আবার। প্রাথমিক ভাবে প্রিয়ার আসন ছিল ৯২৮টি। পরে, সংখ্যাটি কমিয়ে ৫৪৫-এ নামিয়ে আনা হয়।
পুনশ্চ
নকশাল আমলে এখানেই সত্যজিৎ রায়ের গোল্ডেন বিয়ার সহ সমস্ত জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার সংরক্ষিত হয়েছিল। পুরস্কারগুলো রাখা হয়েছিল নেপালচন্দ্রের স্ত্রী জ্যোতিকণা দত্তের বিছানার নীচে।
উল্লেখযোগ্য ছবি (১৯১৭-১৯৯৯)
মা শীতলা, অগ্নিসম্ভবা, পার্সোনাল এ্যাসিস্ট্যান্ট, শেষ প্রহর, সপ্তর্ষি, কমললতা, বিল্বমঙ্গল, সব্যসাচী, চোখ, দখল, গৃহযুদ্ধ, প্রাগৈতিহাসিক, অমরকণ্টক, অনুরাগের ছোঁয়া, আর্তনাদ, বসুন্ধরা, ডাক্তার বৌ, গায়ক, লালন ফকির, অপরাধী, মনময়ূরী, রণক্ষেত্র