ঠিকানা: ১২৪, এজেসি বোস রোড। কলকাতা ১৪
শুভারম্ভ: ২৭.৮.১৯৪৮
প্রদর্শিত প্রথম ছবি: তরুণের স্বপ্ন
এখন: চলছে
প্রাচীর প্রতিষ্ঠাতা ছিলেন জিতেন্দ্রনাথ বসু। প্রেসিডেন্সি কলেজের ছাত্র, এমএসসি এবং এলএলবি ডিগ্রিও ছিল। কিন্তু আইন অনুশীলন করেননি। বরং তাঁর আগ্রহ ছিল খেলাধুলা ও চলচ্চিত্রে। জিতেন্দ্রর একটি ছাপাখানা ছিল, যেখানে স্পোর্টস অ্যান্ড স্ক্রিন নামে একটি পত্রিকা ছাপা হত। প্রাচী ছাড়া সুশীল এবং ভারতী নামে তাঁর আরো দুটো হল ছিল বারাণসীতে। কলকাতার রংমহলও বিক্রি হওয়ার আগে জিতেন্দ্রর মালিকানাধীন ছিল। ক্যাম্পবেল মেডিকেল কলেজের (বর্তমানে এনআরএস) বিপরীতে প্রাচী খুলেছিলেন জিতেন্দ্র। ১৯৪৮ সালের জন্মাষ্টমীতে ৭৮৪টি আসনের সিনেমাটি উদ্বোধন করেছিলেন কলকাতার তৎকালীন মেয়র সুধীরচন্দ্র রায়চৌধুরী। উপস্থিত ছিলেন বিএন সরকার, দেবকী বসু, বিমল রায়, প্রেমাঙ্কুর আথার্থী, রাইচাঁদ বড়াল, গোষ্ঠ পাল, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, ফণী পাল এবং মধু বসু। হেমন্ত মুখোপাধ্যায়ের একটি কনসার্টও উদ্বোধনী অনুষ্ঠানের অংশ ছিল। বিধানচন্দ্র রায়, সত্যজিৎ রায়, উত্তমকুমার, সুচিত্রা সেন, সৌমিত্র চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে বাংলা চলচ্চিত্রের একাধিক প্রিমিয়ার হয়েছে এখানে। প্রতি রবিবার ইংরেজি ছবির মর্নিং শো অনুষ্ঠিত হত। ২৫শে বৈশাখ দেখানো হত রবীন্দ্র-কাহিনী। কর্মী সমস্যার কারণে প্রাচী আশির দশকে দু’বার বন্ধ হয়েছিল। কিন্তু হলটি তখনও খুবই জনপ্রিয়। ত্রয়ী (১৯৮২), গুরুদক্ষিণা (১৯৮৭) এবং অমর সঙ্গীর (১৯৮৭) মতো ছবি এখানে খুব ভাল ব্যবসা করেছিল। জিতেন্দ্র বিয়ে করেননি। তাঁর ভাগ্নে দীপেন্দ্রনাথ বসু পারিবারিক ব্যবসায় জড়িত ছিলেন। দিনের বেলা সিনেমা দেখাশোনা করতেন, নি সন্ধ্যায় কলকাতা গার্লস কলেজে পড়াতেন। দীপেন্দ্রনাথ এই কলেজটির সহ-প্রতিষ্ঠাতা ছিলেন। ১৯৯১-এ দীপেন্দ্রনাথ এবং তাঁর স্ত্রী কল্পনা ২০০৪ সালে মারা গেলে পরের বছর জিতেন্দ্র দীপেন্দ্রনাথের মেয়ে বিদিশার নামে সম্পত্তি হস্তান্তর করেন। তার পরে তিনি বারাণসীতে চলে যান এবং ২০০৬ সালে মারা যান। বিদিশাই এর পর প্রাচীর আধুনিকীকরণের ভার নেন। ২০১১ সালে নতুন আসন বসল। ২০১৩ সালে সারাউন্ড সাউন্ড চালু হল। পর্যায়ক্রমে সংস্কার চলতে থাকল। বাংলায় টিকিট প্রিন্ট করার জন্য ডেডিকেটেড সফটওয়্যার পেতেও চেষ্টা চালালেন বিদিশা। শুভদৃষ্টি (২০০৫), চিরদিনই তুমি যে আমার (২০০৭), মন মানে না (২০০৮), পরান যায় জ্বলিয়া রে (২০০৯) এবং চ্যালেঞ্জ (২০০৯) প্রাচীতে ভাল ব্যবসা করে। দারুণ চলে চাঁদের পাহাড় (২০১৩)। এই সময় থেকেই দর্শক ধরে রাখতে হিন্দি ছবি দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়। মাদ্রাজ ক্যাফে (২০১৩) এই পর্বে প্রদর্শিত প্রথম হিন্দি ছবি। দুপুরের শো-এ রইল ইংরেজি ছবি। কলেজ-পড়ুয়াদের কাছে সেটা জনপ্রিয় হয়। ২০১৬ সালে আসন কমিয়ে 500 করা হল। ২০১৭ সালে এল 3D পর্দা। কিন্তু সব অঙ্ক বদলে দিল কোভিড। ঘূর্ণিঝড় আম্ফানে কারণে ছাদ ক্ষতিগ্রস্ত হল। শেষ পর্যন্ত বিদিশা এম বাজারের ফ্র্যাঞ্চাইজি নিয়েছেন। ২০০ আসন নিয়ে তার মধ্যে ঢুকে গিয়েছে প্রাচী। মুখোশ এবং বেল বটম, এই দুটি ছবি নিয়ে ১৯ আগস্ট ২০২১ থেকে নতুন যাত্রা শুরু হয়েছে তার।
পুনশ্চ
বাংলা ভাষার পূজারী জিতেন্দ্রনাথ তাঁর প্রেক্ষাগৃহে সব কিছু বাংলায় লেখা চালু করেছিলেন। টিকিট হল দর্শনী। ব্যালকনি হয়েছিল শীর্ষভিত, ফ্রন্ট স্টল হল প্রথমা, মিডল স্টল মধ্যমা, রিয়ার স্টল পুরোভাগ।
উল্লেখযোগ্য ছবি (১৯১৭-১৯৯৯)
অঞ্জনগড়, ধাত্রীদেবতা, অভিমান, বামুনের মেয়ে, বিষ্ণুপ্রিয়া, দাসীপুত্র, দিনের পর দিন, হেরফের, কামনা, কুয়াশা, মন্ত্রমুগ্ধ, নিশি ডাক, পুতুল নাচের ইতিকথা, সিংহদ্বার, আবর্ত, বড় বৌ, জীবন সৈকত, রূপকথা, সতী সীমন্তিনী, শেষবেশ, শ্রীতুলসীদাস, সুধার প্রেম, বিপ্লবী ক্ষুদিরাম, দত্তা, মিনতি, পণ্ডিতমশাই, পরিত্রাণ, স্পর্শমণি, আবু হোসেন, অনিবার্য, ভিন দেশের মেয়ে, বিন্দুর ছেলে, দর্পচূর্ণ, কুহেলিকা, মহাপ্রস্থানের পথে, পাশের বাড়ী, পাত্রী চাই, অদৃশ্য মানুষ, বনহংসী, বাঁশের কেল্লা, ধ্রুব, কাজরী, কেরাণীর জীবন, মালঞ্চ, নবীন যাত্রা, নিষ্কৃতি, শ্রী শ্রীা সত্যনারায়ণ, আজ সন্ধ্যায়, অন্নপূর্ণার মন্দির, বকুল, বলয়গ্রাস, ঢুলী, দুঃখীর ইমান, কল্যাণী, লেডিজ সিট, ময়লাকাগজ, নববিধান, ষোড়শী, অপরাধী, আত্মদর্শন, ভগবান শ্রীশ্রীরামকৃষ্ণ, বিধিলিপি, ব্রতচারিণী, দুই বোন, গোধূলি, সাঁঝের প্রদীপ, শ্রীকৃষ্ণ-সুদামা, অপরাজিত, চিরকুমার সভা, চোর, একদিন রাতে, মহাকবি গিরিশচন্দ্র, পাপ ও পাপী, সাগরিকা, শুভলগ্ন, টাকা আনা পাই, অভিষেক, আদর্শ হিন্দু হোটেল, বড়দিদি, বড়মা, হারজিৎ, নতুন প্রভাত, ওগো শুনছো, পুনর্মিলন, তাসের ঘর, উল্কা, ভানু পেলো লটারী, ডেলি প্যাসেঞ্জার, ডাক্তারবাবু, জলসাঘর, যৌতুক, লুকোচুরি, মানময়ী গার্লস স্কুল, পরশ পাথর, প্রিয়া, রাজধানী থেকে, বিভ্রান্ত, বিচারক, এই ঝড় সেই ঝড় নয়, জল জঙ্গল, জন্মান্তর, মৃতের মর্ত্ত্যে আগমন, নীল আকাশের নীচে, নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে, নৃত্যেরই তালে তালে, পুষ্পধনু, রাতের অন্ধকারে, সোনার হরিণ, বাইশে শ্রাবণ, গঙ্গা, গরীবের মেয়ে, ইন্দ্রধনু, যাত্রী, ক্ষুধা, মায়ামৃগ, মেঘে ঢাকা তারা, শহরের ইতিকথা, বিষকন্যা, মা, নেকলেস, রায় বাহাদুর, সয়ম্বরা, অভিযান, ধূপছায়া, সঞ্চারিণী, শিউলিবাড়ি, সরি ম্যাডাম, তরণীসেন বধ, ছায়াসূর্য, দুই নারী, মহানগর, সাত পাকে বাঁধা, শ্রেয়সী, বিভাস, চারুলতা, দীপ নেভে নাই, দুইপর্ব, মোমের আলো, রাধাকৃষ্ণ, সপ্তর্ষি, সুভা ও দেবতার গ্রাস, আকাশকুসুম, বাক্সবদল, দোলনা, তৃষ্ণা, জোড়াদীঘির চৌধুরী পরিবার, কাঁচ কাটা হীরে, নতুন জীবন, নায়ক, শঙ্খবেলা, অজানা শপথ, বালিকা বধূ, নায়িকা সংবাদ, আদ্যাশক্তি মহামায়া, বালুচরী, ছোট্ট জিজ্ঞাসা, আঁধার সূর্য, বালক গদাধর, মা ও মেয়ে, ছায়াতীর, স্ত্রী, আবিরে রাঙানো, অচেনা অতিথি, আমি সিরাজের বেগম, চিঠি, এক যে ছিল বাঘ, মর্জিনা আবদাল্লা, শবরী, অলো ও ছায়া, ছন্দপতন, ছেঁড়াতমসুক, যদুবংশ, সঙ্গিনী, শজারুর কাঁটা, সুজাতা, অগ্নীশ্বর, বাঘবন্দী খেলা, প্রিয় বান্ধবী, রাগ অনুরাগ, সেদিন দুজনে, শর্মিলা, স্বয়ংসিদ্ধা, আনন্দমেলা, অসময়, বহ্নিশিখা, বাবুমশাই, এক যে ছিল দেশ, হারানো প্রাপ্তি নিরুদ্দেশ, জীবন মরুর প্রান্তে, কবিতা, প্রতিশ্রুতি, সানাই, স্বাতী, লালাকুঠি, রজনী, স্ট্রাইকার, অরুণ বরুণ কিরণমালা, হীরে মাণিক, যত মত তত পথ, জীবন যে রকম, জয় বাবা ফেলুনাথ, নৌকাডুবি, পম্পা, সুনয়নী, অভী, ভাগ্যচক্র, ব্যাপিকা বিদায়, জি. টি. রোড, হীরক রাজার দেশে, প্রিয়তমা, রাজাসাহেব, সীতা, কপালকুণ্ডলা, মা বিপত্তারিণী চণ্ডী, মাণিকচাঁদ, ন্যায় অন্যায়, সুবর্ণগোলক, সূর্যসাক্ষী, আকালের সন্ধানে, মায়ের আশীর্ব্বাদ, রাজবধূ, শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত, ত্রয়ী, উত্তর মেলেনি, দখল, প্রাগৈতিহাসিক, আমার পৃথিবী, আলোয় ফেরা, ঘরে-বাইরে, নিশান্তে, পরমা, শ্রী জগন্নাথ (ডাব্ড), টগরী, তিল থেকে তাল, অমরকণ্টক, আর্তনাদ, ডাক্তার বৌ, কেনারাম বেচারাম, কোনি, মুক্তপ্রাণ, শাপমুক্তি, উত্তর লিপি, অবির, অমরসঙ্গী, জবাব, ক্ষ্যাপাঠাকুর, মন্দির, মৌন মুখর, সরগম, আগমন, আঘাত, আগমন, বিলে নরেন, বোবা সানাই, জ্যোতি, মা এক মন্দির, মধুগঞ্জের সুমতি, শুধু তোমারই, তুমি কতো সুন্দর, অঘটন আজও ঘটে, ঝংকার, জজ সাহেব, মহাপীঠ তারাপীঠ, মর্য্যাদা, নতুন সূর্য, নয়নমণি, বদনাম, চেতনা, গণশত্রু, জোয়ারভাঁটা, মানদণ্ড, মনময়ূরী, রক্তঋণ, আমার সাথী, বউরাণী, বিধার বিধান, কাগজের নৌকো, নজরবন্দী, নীলিমায় নীল, ন্যায়চক্র, রাজনর্তকী, ঠিকানা, অধিকার, আপন পর, বেদেনীর প্রেম, গুপী বাঘা ফিরে এলো, কতো ভালবাসা, মণিকাঞ্চন, নতুন সংসার, প্রথম দেখা, প্রেম, অমর কাহিনী, বধূ, ভ্রান্ত পথিক, দালাল, কাচের পৃথিবী, কন্যাদান, মান সম্মান, মায়া মমতা, মিষ্টিমধুর, মন মানে না, রংবাজ, অতিক্রম, কালপুরুষ, কথা ছিল, নাগজ্য়োতি, নটী বিনোদিনী, ফিরিয়ে দাও, Sagar, সালমা সুন্দরী, কেঁচো খুঁড়তে কেউটে, প্রতিধ্বনি, উজান, মিস মৈত্রেয়ী, পূজা, সিঁথির সিঁদুর, আজকের সন্তান, বকুলপ্রিয়া, গানে ভুবন ভরিয়ে দেবো, যোদ্ধা, কালরাত্রি, মান অপমান, মানসকন্য়া, মিত্তির বাড়ীর ছোট বউ, পবিত্র পাপী, প্রতিরোধ, সর্বজয়া, স্বামী কেন আসামী, তারিণী তারা মা, আমি যে তোমারই, অপরাজিতা, বিষ্ণু নারায়ণ, চৌধুরী পরিবার, গঙ্গা, ঘরের লক্ষ্মী, হিংসা, জামাই No. 1, মেয়েরাও মানুষ, রণক্ষেত্র, সাগর বন্য়া, সুন্দরী, সুন্দর বউ, প্রিয়জন, আত্মীয়স্বজন, দাবিদার, নিয়তি, গুন্ডা, সিরাজ, দায়দায়িত্ব, অনুপমা, লক্ষ্মীপ্রতিমা