ঠিকানা: ৯০ রাজা সুবোধ মল্লিক রোড, কলকাতা ৯২
এখন: চলছে
পদ্মশ্রী সিনেমা হলের আদি প্রতিষ্ঠাতা ছিলেন প্রযোজক-পরিবেশক নারায়ণ সাধুখাঁ। সেটা ১৯৫৮-৫৯ সালের কথা। তবে ১৯৬০ সালেই মালিকানা হাতবদল হল। ৭২০ আসনের এই চিত্রগৃহ হাতে নিলেন প্রমথ কুমার দে। উত্তম-সুচিত্রা চাওয়া পাওয়া দেখিয়ে হলের উদ্বোধন তাঁরাই করলেন। যাদবপুর-গড়িয়া অঞ্চলে এটাই প্রথম সিনেমা হল। উত্তমকুমারের নগর দর্পণে, অগ্নীশ্বর, সন্ন্যাসী রাজা, ওগো বধূ সুন্দরী খুব চলেছিল এখানে। আশি-নব্বইয়ের দশকে শত্রু, গুরুদক্ষিণা, ছোট বউ, মেজ বউ, বড় বউ-ও ভাল ব্যবসা দিয়েছিল। ২-৫-৮টার শো। ছুটির সকালে চ্যারিটি শো-ও হয়েছে কিছু কিছু, মনে করতে পারেন প্রবীণেরা। হলের জনপ্রিয়তার কারণে সামনের বাস স্টপের নাম হয়ে যায় পদ্মশ্রী মোড়। তবে সময়ের সঙ্গে নিজের আধুনিকীকরণ সে ভাবে করতে পারেনি পদ্মশ্রী। সাম্প্রতিক কালে ভিড় তাই কমেছে। ২০২১-এর ৩০ এপ্রিল ঝাঁপ পড়ল প্রথম বার। চাঁদের পাহাড় ছবির রিপিট শো চলছিল তখন। ২০২২-এর অগস্টে হিন্দি ছবি রাধে দিয়ে ফের শুরু। কিন্তু টিকিটঘর ফাঁকাই। আবার তিন সপ্তাহের জন্য হল বন্ধ। ৫ সেপ্টেম্বর বাংলা ছবি মুখোশ নিয়ে ফের পাপড়ি মেলেছে পদ্মশ্রী। আমাদের শুভেচ্ছা রইল।
উল্লেখযোগ্য ছবি (১৯১৭-১৯৯৯)
সুন্দরী