চিত্রগৃহের বিবরণ
প্রথম পাতা > চিত্রগৃহের বিবরণ
ঠিকানা: ৫ লেনিন সরণি, কলকাতা ১৩
শুভারম্ভ: ৮.৫.১৯৪২
প্রদর্শিত প্রথম ছবি: ভারত মিলাপ (সেন্ট্রাল)
এখন: বন্ধ
আগের নাম : করিন্থিয়ান থিয়েটার, সেন্ট্রাল সিনেমা
৫ নম্বর ধর্মতলা স্ট্রিট (লেনিন সরণি)। এটাই ম্যাডান কোম্পানির অফিস ছিল। আর এই বাড়িতেই ছিল ম্যাডানদের তৈরি করিন্থিয়ান থিয়েটার। চল্লিশের দশক পর্যন্ত এখানে নাট্যাভিনয়ই হয়েছে। ১৯৪২ সালে এটি সেন্ট্রাল সিনেমা হিসেবে আত্মপ্রকাশ করে। সেই অনুষ্ঠানের পৌরোহিত্য করেন বিধানচন্দ্র রায়। পরে দুর্গাদাস সায়গল হলটির ভার নিলে এর নাম হয় অপেরা।