ঠিকানা: ৪০/২ মহাত্মা গান্ধী রোড। কলকাতা ১২
শুভারম্ভ: ২১।২।১৯৪৯
প্রদর্শিত প্রথম ছবি: অজিত
এখন: ভাঙা পড়েছে
অরুণা সিনেমা হলের প্রতিষ্ঠাতা ছিলেন সিমলার বিখ্যাত নান পরিবারের প্রকাশচন্দ্র নান। ফণীবাবু নামে ছিল তাঁর পরিচিতি। প্রাইমা ফিল্মস ওঁদের মালিকানাধীন পরিবেশক সংস্থা। তার পরে সিনেমা হল তৈরির দিকে মন দিলেন ওঁরা। প্রথম উদ্যোগ রূপবাণী। তার পরে অরুণা। রূপবাণী প্রাইভেট লিমিটেডের শাখা সংস্থা দ্য প্রিমিয়ার থিয়েটার প্রাইভেট লিমিটেডের অধীনে গড়়ে উঠল অরুণা প্রেক্ষাগৃহ। ১৯৪৯ সালের ২১ ফেব্রুয়ারি উদ্বোধন হল হিন্দি ‘অজিত’ ছবিটি দিয়ে। তিনটি প্রোজেক্টর মেশিন ছিল এই প্রেক্ষাগৃহে। রূপবাণী-অরুণা-ভারতী পরে বাংলা ছবির অন্যতম প্রধান চেন-এ পরিণত হয়। ১-৪-৭ শোটাইম থাকত বেশির ভাগ সময়েই।
উল্লেখযোগ্য ছবি (১৯১৭-১৯৯৯)
গরবিনী, জাগ্রত ভারত, যুগদেবতা, মহাসম্পদ, মর্য্যাদা, মাইকেল মধুসূদন, পথহারার কাহিনী, সঞ্চালী, তথাপি, আনন্দমঠ, অপরাজিতা, দুর্গেশনন্দিনী, ৪২, জিঘাংসা, রূপান্তর, ভুলের শেষে, মেঘমুক্তি, প্রার্থনা, রাণী ভবানী, সিরাজদ্দৌলা, শুভদা, বাস্তব, ভোর হোয়ে এলো, গোপাল ভাঁড়, হরনাথ পণ্ডিত, অমর প্রেম, বাঙ্লার নারী, চাঁপাডাঙার বউ, এই সত্যি, গৃহপ্রবেশ, মা ও ছেলে, মহিলা মহল, মন্ত্রশক্তি, নীলশাড়ী, পণরক্ষা, চাটুজ্যে বাঁড়ুজ্যে, দেবত্র, দৃষ্টি, কালিন্দী, কঙ্কাবতীর ঘাট, মেজবৌ, রাত-ভোর, শাপমোচন, অসবর্ণা, আশা, ভোলা মাষ্টার, দানের মর্য্যাদা, একটি রাত, লক্ষহীরা, সাধক রামপ্রসাদ, শ্যামলী, টন্সিল, হারানো সুর, কাবুলিওয়ালা, নীলাচলে মহাপ্রভু, পৃথিবী আমারে চায়, তমসা, তাপসী, বন্ধু, ইন্দ্রাণী, জোনাকির আলো, কালামাটি, লৌহকপাট, মর্মবাণী, নূপুর, সাধক বামাক্ষ্যাপা, অবাক পৃথিবী, অপুর সংসার, চাওয়া পাওয়া, গলি থেকে রাজপথ, খেলাঘর, নৌকাবিলাস, আকাশ পাতাল, হাত বাড়ালেই বন্ধু, নতুন ফসল, রাজাসাজা, রিক্তা, স্মৃতিটুকু থাক, আজ কাল পরশু, কেরী সাহেবের মুন্সী, ডাইনী, মিষ্টার এণ্ড মিসেস্ চৌধুরী, সপ্তপদী, তিন কন্যা, অভিসারিকা, কাঞ্চনজঙ্ঘা, কাঁচের স্বর্গ, খনা, কুমারী মন, রক্তপলাশ, দ্বীপের নাম টিয়া রং, হাসি শুধু হাসি নয়, সৎ ভাই, শেষ অঙ্ক, উত্তর ফাল্গুনী, অগ্নিবন্যা, অশান্ত ঘূর্ণী, বংশতি জননী, জতুগৃহ, কে তুমি, সন্ধ্যাদীপের শিখা, তাহ'লে, অতিথি, একই অঙ্গে এত রূপ, গুলমোহর, জয়া, রাজকন্যা, থানা থেকে আসছি, দোলগোবিন্দের কড়্চা, ফিরে চল, গল্প হ'লেও সত্যি, শুধু একটি বছর, সুভাষচন্দ্র, বধূবরণ, চিড়িয়াখানা, দেবতীর্থ কামরূপ কামাক্ষ্যা, গৃহদাহ, প্রস্তর স্বাক্ষর, হংসমিথুন, জীবন সংগীত, রক্তরেখা, তিন অধ্যায়, বনজ্যোৎস্না, চেনা অচেনা, চিরদিনের, মায়া, ছিন্নপত্র, মা ও মাটি, নায়িকার ভূমিকায়, শেষ পর্ব, বনপলাশির পদাবলী, সোনার খাঁচা, শ্রীমান পৃথ্বীরাজ, আলো আঁধারে, বিকেলে ভোরের ফুল, বিসর্জন, হারায়ে খুঁজি, যদি জানতেম, শ্রাবণ সন্ধ্যা, মৌচাক, নগর দর্পণে, সন্ন্যাসী রাজা, বন্দী বিধাতা, ছুটির ঘণ্টা, হোটেল স্নো ফক্স, সেই চোখ, অজস্র ধন্যবাদ, ছোট্ট নায়ক, দিন আমাদের, এই পৃথিবী পান্থনিবাস, জয়, ফুলশয্যা, প্রক্সি, রাজবংশ, বালক শরৎচন্দ্র, ধনরাজ তামাং, নদী থেকে সাগরে, জব চার্ণকের বিবি, কৃষ্ণসুদামা, মণিমা, নন্দন, দাদার কীর্তি, দুই পৃথিবী, এই তো সংসার, গোপাল ভাঁড়, পঙ্খীরাজ, Sandhi, কালকুট, খনা-বরাহ, প্রতিশোধ, শহর থেকে দূরে, বিজয়িনী, ছুট, মাটির স্বর্গ, পিপাসা, সন্ধান, অশ্লীলতার দায়ে, চেনা অচেনা, ইন্দিরা, প্রতিদান, শৃংখল, মোহনার দিকে, রাজেশ্বরী, রাশিফল, তিনমূর্ত্তি, অন্যায় অবিচার, মিলনতিথি, ফুলন দেবী, প্রতিজ্ঞা, অভিমান, আশীর্বাদ, দাদু নাতি ও হাতি, মধুময়, প্রেম ও পাপ, অনুরোধ, আপন ঘরে, গুরুদক্ষিণা, যা যে প্রিয়, মহামিলন, ন্যায় অন্যায়, পাপপুণ্য, স্বর্ণময়ীর ঠিকানা, অঞ্জলি, পরশমণি, পথে যেতে যেতে, শঙ্খচূড়, সুরের আকাশে, অগ্নিতৃষ্ণা, অমর প্রেম, আশা ও ভালবাসা, বন্দিনী, মঙ্গলদীপ, শ্রীমতী হংসরাজ, আবিষ্কার, আশ্রিতা, ব্যবধান, এখানে আমার স্বর্গ, স্বর্ণতৃষা, আনন্দ নিকেতন, অন্তরের ভালবাসা, বেদের মেয়ে জোসনা, বিধিলিপি, দেবর, অনন্যা, গুঞ্জন, ক্রোধী, রাখে হরি মারে কে, রূপবান কন্যা, সত্য মিথ্যা, অতিথি শিল্পী, ঈশ্বর পরমেশ্বর, ফিরে পাওয়া, পুরষ্কার, শক্তি, শঙ্কা, শ্রদ্ধাঞ্জলি, সোনাম রাজা, ভালবাসার আশ্রয়, গীত সংগীত, রাজার রাজা, তবু মনে রেখো, বউমণি, লেডি ডাক্তার, প্রতিধ্বনি, রাখাল রাজা, শেষ প্রতীক্ষা, সুখের আশা, অবুঝ মন, ভাই আমার ভাই, ভয়, বিয়ের ফুল, জয় বিজয়, সোপান, অভিশপ্ত প্রেম, আদরের বোন, বড়বউ, দানব, একালের কালপুরুষ, জীবন সন্ধান, জয়ী, লোফার, মাতৃভূমি, মায়ার বাঁধন, মনের মানুষ, প্রেমসঙ্গী, সমাধান, আমি সেই মেয়ে, আসল নকল, বাংলার বধূ, গৌরী, মানুষ মানুষের জন্য়, মায়ের অধিকার, পুত্রবধূ, সিঁদুরের অধিকার, স্বামীর আদেশ, কালী আমার মা, সম্প্রদান, স্বামীর ঘর, শাঁখা সিঁদুরের দিব্য়ি, তোমায় পাব বলে, মধুমালতী