চিত্রগৃহের বিবরণ

প্রথম পাতা > চিত্রগৃহের বিবরণ
নন্দন

নন্দন


ঠিকানা: ১/১ এপিসি রোড, কলকাতা ২০

শুভারম্ভ: ২.৯.১৯৮৫

প্রদর্শিত প্রথম ছবি: যুক্তি তক্কো আর গপ্পো

এখন: চলছে

নন্দন, পশ্চিমবঙ্গ চলচ্চিত্র কেন্দ্র পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে তৈরি একটি সরকারি প্রেক্ষাগৃহ ও চলচ্চিত্র উৎকর্ষ কেন্দ্র। ১৯৮৫ সালের ২ সেপ্টেম্বর নন্দনের সুদৃশ্য ভবনটির দ্বারোদ্ঘাটন করেছিলেন সত্যজিৎ রায়। নন্দনের প্রতীকচিহ্নটিও তিনিই এঁকে দেন। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রধান অনুষ্ঠানস্থল নন্দন। মূল ভবনে চলচ্চিত্র প্রদর্শনের জন্য রয়েছে মোট তিনটি অডিটোরিয়াম – নন্দন-এক, নন্দন-দুই ও নন্দন-তিন। এই হলগুলির ধারণ ক্ষমতা যথাক্রমে ৯৩১, ২০০ ও ১০০। এ ছাড়া নন্দন-চার অডিটোরিয়ামটি ব্যবহৃত হয় শুধু সেমিনার ও সাংবাদিক সম্মেলনের উদ্দেশ্যে।

পুনশ্চ

নন্দনে একটি গ্রন্থাগারও রয়েছে, যেখানে চলচ্চিত্র বিষয়ক সাম্প্রতিকতম প্রকাশনাগুলিও লভ্য। বিভিন্ন আকাদেমিক কর্মসূচির অঙ্গ হিসেবে নন্দনের প্রকাশনা বিভাগটি বিভিন্ন গ্রন্থ প্রকাশ করে থাকে।

আরও নন্দন ছবি