চিত্রগৃহের বিবরণ

প্রথম পাতা > চিত্রগৃহের বিবরণ
মুনলাইট

মুনলাইট


ঠিকানা: ৩০ তারাচাঁদ দত্ত স্ট্রিট কলকাতা ৭৩

শুভারম্ভ: ১৯৬৭ (মুনলাইট)

প্রদর্শিত প্রথম ছবি: আঁখে

আগের নাম : ইম্পিরিয়াল

এখন যেটা মুনলাইট সিনেমা হল, আগে সেটাই ছিল ম্যাডানদের ইম্পিরিয়াল থিয়েটার। সেই বিশের দশক থেকেই এখানে একযোগে নাটক এবং সিনেমা দেখানো হয়ে আসছে। কলকাতায় ম্যাডানদের তৈরি শেষ যে হল এখনও জীবন্ত রয়েছে, সেটা কিন্তু মুনলাইটই। ম্যাডানদের মালিকানা চলে গিয়েছিল অনেক দিনই। শ্যামনারায়ণ কোলে হলটি নেওয়ার পর মুনলাইট নামকরণ হল ১৯৬৭ সালে। আজকাল মূলত ভোজপুরী ছবিই চলে এখানে।

আরও মুনলাইট ছবি