চিত্রগৃহের বিবরণ
প্রথম পাতা > চিত্রগৃহের বিবরণ
ঠিকানা: ৬ অভেদানন্দ রোড, রামবাগান। কলকাতা ৬
শুভারম্ভ: ১৮৯৩
এক সময় যেখানে গ্রেট ন্যাশনাল থিয়েটার ছিল, সেখানেই গড়ে ওঠে মিনার্ভা। ১৮৯৭-এর ৩১ জানুয়ারি মিনার্ভায় একটি নাটকের পরিবর্তে মিস্টার সুলিভানের নিমাটোগ্রাফ প্রদর্শিত হয়। বাংলার থিয়েটারে এই প্রথম বায়োস্কোপ। মিনার্ভার পদাঙ্ক অনুসরণ করে ক্লাসিক থিয়েটারও।
পুনশ্চ
১৯২২ সালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে মিনার্ভা পুড়ে গিয়েছিল। মেরামতির পর ১৯২৪ সাল থেকে তার যাত্রা আবার শুরু হয়। উৎপল দত্ত এক সময় এখানে নিয়মিত নাটক করেছেন। গিরিশ ঘোষের শেষ অভিনয়ও এই মঞ্চেই।