চিত্রগৃহের বিবরণ

প্রথম পাতা > চিত্রগৃহের বিবরণ
মিনার

মিনার


ঠিকানা: ১৩৬/২ বিধান সরণি, কলকাতা ৪

শুভারম্ভ: ২.৫.১৯৪২

প্রদর্শিত প্রথম ছবি: নারী

এখন: চলছে

ছবিঘর-এর পর হরিপ্রিয় পালের তৈরি দ্বিতীয় হল ছিল হাতিবাগানের মিনার। ১৯৪২-এ এটি তৈরি হয়। শোনা যায়, মিনারের জন্য লাইসেন্স পেতে প্রথমে একটু ঝামেলা হয়েছিল। এলাকার প্রভাবশালী বাসিন্দারা কেউ কেউ আপত্তি করেছিলেন। সেই সব চ্যালেঞ্জ জয় করেই ১৯৪২ সালের ২ মে খুলল ৮৫০ আসনবিশিষ্ট দ্বিতল প্রেক্ষাগৃহ। উদ্বোধনী ছবি ছিল নিউ টকিজের নারী। উদ্বোধন করলেন কলকাতা পুরসভার প্রাক্তন কমিশনার জে সি মুখোপাধ্যায়। কলকাতায় তখন যুদ্ধের আবহ। জাপান বর্মার দখল নিয়েছে। শহর জুড়ে বোমার আতঙ্ক। সন্ধে থেকে শুরু হয়ে যাচ্ছে ব্ল্যাকআউট। আতঙ্ক সত্যি করে ২০ ডিসেম্বর ১৯৪২ জাপ বাহিনীর বোমা পড়লও। তবে বেঁচে গেল মিনার। ৩-৬-৯টার শো নিয়ে মিনার-বিজলী-ছবিঘর ক্রমশ বাংলা ছবির বিশ্বস্ত চেন-এ পরিণত হল। সাগরিকা, পথে হল দেরি, হারানো সুর, দেয়া নেয়া, আনন্দ আশ্রম— উত্তম কুমারের এই সব ছবি এই চেনে এক বছর ধরে চলেছে।

পুনশ্চ

১৯৪৭ সালের ২৩ জানুয়ারি নেতাজি জয়ন্তী উপলক্ষে মিনারে দেখানো হয় সমর ঘোষ পরিচালিত দেশের দাবি। এই বিশেষ শো-তে প্রধান অতিথি ছিলেন শরৎচন্দ্র বসু। আইএনএ-র সেনানী হাবিবুর রহমানও উপস্থিত ছিলেন।  

উল্লেখযোগ্য ছবি (১৯১৭-১৯৯৯)

বন্দী, নারী, বিচার, দাবী, দিকশূল, পোষ্যপুত্র, সহধর্ম্মিনী, চাঁদের কলঙ্ক, সমাজ, সন্ধি, ভাবীকাল, বন্দিতা, কলঙ্কিনী, বন্দে মাতরম্, নিবেদিতা, প্রতিমা, শান্তি, অলকানন্দা, দেশের দাবী, ঘরোয়া, মন্দির, নৌকাডুবি, রাত্রি, ভাইবোন, বিচারক, জয়যাত্রা, কালো ছায়া, মনে ছিল আশা, নারীর রূপ, স্যার শঙ্করনাথ, উমার প্রেম, অনুরাধা, আশাবরী, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, মহাদান, নিরুদ্দেশ, রাঙামাটি, সন্দীপন পাঠশালা, স্বামী, অপবাদ, দিগভ্রান্ত, দ্বৈরথ, এই তো সংসার, ১০৯ ধারা, জিপ্‌সী মেয়ে, মানদণ্ড, সমর, সন্ধ্যাবেলার রূপকথা, অনুরাগ, ভৈরব মন্ত্র, ভক্ত রঘুনাথ, চীনের পুতুল, দর্পচূর্ণ, কূলহারা, রাজমোহনের বৌ, সম্পদ, সংকেত, সেতু, সুনন্দার বিয়ে, আলাদিন ও আশ্চর্য্য প্রদীপ, অমর ভূপালী (ডাব্‌ড), বাগদাদ, কা তব কান্তা, কবি চন্দ্রাবতী, কপালকুণ্ডলা, মধুরাতি, মানিকজোড়, পল্লীসমাজ, বৈমানিক, বিষবৃক্ষ, ব্লাইণ্ড লেন, বৌদির বোন, দুই বেয়াই, জালিয়াৎ, যোগ বিয়োগ, মহারাজ নন্দকুমার, মাকড়সার জাল, রাখী, রোশেনারা, সাত নম্বর কয়েদী, এটম্ বম্, ভাঙাগড়া, ছেলে কার !, মরণের পরে, মনের ময়ূর, প্রফুল্ল, সাদা কালো, শুভযাত্রা, ছোট বউ, দেবী মালিনী, জয় মা কালী বোর্ডিং, জ্যোতিষী, পরেশ, সাজঘর, শ্রীবৎস-চিন্তা, উপহার, ছায়াসঙ্গিনী, হে মহামানব, কীর্ত্তিগড়, মহানিশা, মামলার ফল, মানরক্ষা, পরাধীন, পুত্রবধূ, সাবধান, শঙ্কর নারায়ণ ব্যাঙ্ক, শিল্পী, আঁধারে আলো, অভয়ের বিয়ে, অন্তরীক্ষ, Basantabahar, ছায়াপথ, দাতাকর্ণ, জীবন তৃষ্ণা, খেলা ভাঙার খেলা, রাস্তার ছেলে, শেষ পরিচয়, সিঁদুর, নাগিনী কন্যার কাহিনী, পুরীর মন্দির, রাজলক্ষ্মী ও শ্রীকান্ত, শ্রীশ্রীমা, সূর্য্যতোরণ, স্বর্গ মর্ত্ত্য, আম্রপালী, বাড়ী থেকে পালিয়ে, দীপ জ্বেলে যাই, ইন্দ্রনাথ শ্রীকান্ত ও অন্নদাদি, ক্ষণিকের অতিথি, মরুতীর্থ হিংলাজ, দেবী, হসপিটাল, ক্ষুধিত পাষাণ, শুন বরনারী, আশায় বাঁধিনু ঘর, দুই ভাই, ঝিন্দের বন্দী, মধ্যরাতের তারা, সাথীহারা, আগুন, বিপাসা, দাদাঠাকুর, হাঁসুলী বাঁকের উপকথা, মায়ার সংসার, বর্ণালী, নির্জন সৈকতে, নিশীথে, ন্যায়দণ্ড, ত্রিধারা, আরোহী, জীবন কাহিনী, কালস্রোত, কিনু গোয়ালার গলি, প্রভাতের রঙ, অভয়া ও শ্রীকান্ত, আলোর পিপাসা, একটুকু বাসা, একটুকু ছোঁয়া লাগে, সুরের আগুন, কাল তুমি আলেয়া, লব কুশ, মণিহার, পাড়ি, ছুটি, দুষ্টু প্রজাপতি, হাটেবাজারে, আপনজন, বাঘিনী, আরোগ্য নিকেতন, গুপী গাইন বাঘা বাইন, হার মানা হার, আঁধার পেরিয়ে, অশনি সংকেত, ননীগোপালের বিয়ে, স্ত্রীর পত্র, আলোর ঠিকানা, দেবীচৌঘুরাণী, ফুলেশ্বরী, সোনার কেল্লা, ঠগিনী, ছুটির ফাঁদে, কবি, প্রেমের ফাঁদে, রাজা, রাণুর প্রথম ভাগ, সংসার সীমান্তে, দম্পতি, দুই বোন, হারমোনিয়াম, জন অরণ্য, আনন্দ আশ্রম, অসাধারণ, ভোলা ময়রা, একবিন্দু সুখ, জাল সন্ন্যাসী, যুক্তি তক্কো আর গপ্পো, তিন পরী ছয় প্রেমিক, আবতার, আরাধনা (ডাব্‌ড), চারমূর্তি, গোলাপ বৌ, জটায়ু, বনবাসর, ব্রজবুলী, দৌড়, গণদেবতা, মাদার, বন্ধন, অবিচার, বন্দী বলাকা, দুর্গা দুর্গতি নাশিনী, কলঙ্কিনী, কলঙ্কিনী কঙ্কাবতী, সৎমা, সুবর্ণলতা, আজ কাল পরশুর গল্প, অপরূপা, বন্দিনী কমলা, খেলার পুতুল, মালঞ্চ, মেঘমুক্তি, স্বর্ণমহল, আঙ্ক্‌ল, বৈদুর্য্য রহস্য, বৈকুণ্ঠের উইল, ভালবাসা ভালবাসা, হরিশশ্চন্দ্র -শৈব্যা, হুলস্থূল, অচেনা মুখ, বৌমা, লালমহল, পরিণতি, অর্পণ, দোলনচাঁপা, একান্ত আপন, প্রতিকার, আগুন, অন্তরঙ্গ, ছোট বউ, কিডন্যাপ, প্রতীক, আমার শপথ, অপরাহ্ণের আলো, বিদায়, নিশিবন্ধু, প্রণমি তোমায়, শতরূপা, অভিমন্যু, আপন আমার আপন, দেবতা, হীরক জয়ন্তী, মহাজন, সহেলী, সংক্রান্তি, সতী, অভাগিনী, মহাপৃথিবী, পথ ও প্রাসাদ, প্রেম পূজারী, রূপবান, সজনী গো সজনী, সিঁদূর, আগন্তুক, অন্তর্ধান, অনুতাপ, বন্ধু, ইন্দ্রজিৎ, মহাশয়, নবরূপা, শ্বেত পাথরের থালা, অনুভব, দান প্রতিদান, মায়ের আশীর্বাদ, পদ্মা নদীর মাঝি, প্রজাপতি, প্রথমা, প্রেমী, রাজার মেয়ে পারুল, সুখের স্বর্গ, তাহাদের কথা, আব্বাজান, অজানা পথ, অন্তরীণ, বাবা লোকনাথ, বিদ্রোহিণী, ধূষর গোধূলি, গজমুক্তা, নাগপঞ্চমী, নীলাঞ্জনা, সন্ধ্যাতারা, শেষ চিঠি, উত্তরণ, হুইল চেয়ার, অন্তরতম, বেপরোয়া, ভাগ্য়দেবতা, দৃষ্টি, জীবন যোদ্ধা, কুমারী মা, মেজবউ, মোহিনী, নাগিনকন্য়া, সংঘর্ষ, বেয়াদপ, লাঠি, মুখ্য়মন্ত্রী, Naach Nagini Naach Re, প্রাণ সজনী, উনিশে এপ্রিল, ভালবাসা, বিদ্রোহ, দামু, লাল দরজা, সেদিন চৈত্রমাস, শ্রীমান ভূতনাথ, আমার মা, আজব গাঁয়ের আজব কথা, দহন, দাহ, হঠাৎ বৃষ্টি, জীবনতৃষ্ণা, নয়নের আলো, সূর্যকন্য়া, খেলাঘর, অনু, স্বপ্ন নিয়ে, সেই তো আবার কাছে এলে, চেনা অচেনা, তুমি এলে তাই, অসুখ, জীবন নিয়ে খেলা, সিঁদুরখেলা

আরও মিনার ছবি