চিত্রগৃহের বিবরণ

প্রথম পাতা > চিত্রগৃহের বিবরণ
মনোমোহন থিয়েটার

মনোমোহন থিয়েটার


ঠিকানা: ৬৮ বিডন স্ট্রিট, কলকাতা ৬

আগের নাম : স্টার থিয়েটার

নটী বিনোদিনীর স্মৃতিজড়িত বিডন স্ট্রিটের স্টার থিয়েটার নির্মিত হয়েছিল ১৮৮৩ সালে। পরে (১৮৮৮) এই নামে কর্নওয়ালিস স্ট্রিটে (বর্তমানে বিধান সরণি) অন্য একটি মঞ্চ গড়ে ওঠে। আর সাবেকি স্টার নতুন মালিকদের হাতে নতুন নতুন নামে পরিচিত হয়। যেমন এমেরাল্ড, কোহিনূর, ক্লাসিক ইত্যাদি। ১৯১৫ সাল থেকে তার নাম হয় মনোমোহন থিয়েটার। পুরনো স্টার বাণিজ্যিক বাংলা থিয়েটারের প্রথম প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি। সেই সময় থিয়েটারগুলি প্রায়ই দর্শক আকর্ষণের জন্য নাটকের মধ্যে অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করত। হাত গুটিয়ে থাকেনি স্টারও। ১৮৯৮ সালের ২৯শে অক্টোবর সেখানে বাবু নামে একটি নাটক মঞ্চস্থ হওয়ার পর এম স্টিফেন্স একটি বায়োস্কোপ প্রদর্শন করেন। এর সঙ্গে নেলি মাউন্ট ক্যাসেলের 'সার্পেন্টাইন' এবং 'রেনবো' নাচও প্রদর্শিত হয়। নেলসনের মৃত্যু, রানী ভিক্টোরিয়ার শাসনকালের হীরক জয়ন্তী উদযাপনের শোভাযাত্রা, গ্ল্যাডস্টোনের শবানুগমনও দেখানো হয়েছিল। স্টার থিয়েটার একটি হ্যান্ডবিল ছাপিয়ে বায়োস্কোপের প্রচার করে ‘বিশ্বের অষ্টম আশ্চর্যের সাক্ষী হতে’ আহ্বান জানায় দর্শকদের। হীরালাল সেনের ছবিও দেখানো হয়েছে স্টারে। শুধু তাই নয়, হীরালাল যে প্রথম বাংলা নাটকের দৃশ্য শুট করেছিলেন, সেটাও স্টারেই। তত দিনে তার নাম হয়েছে ক্লাসিক থিয়েটার। অমরেন্দ্রনাথ দত্ত এবং কুসুমকুমারীর নাট্যাভিনয় এখানেই তোলা হয়েছিল। সেদিক থেকে বাংলা ছবির যাত্রা শুরুর সঙ্গেই জড়িয়ে আছে স্টার তথা ক্লাসিক থিয়েটার। শুরু থেকেই অনেক বার মালিকানা হাতবদল হয়েছে স্টার-এর। ১৯১৫ থেকে স্টার তার নতুন মালিক মনোমোহন পাঁড়ের নামে মনোমোহন থিয়েটার নামে প্রসিদ্ধ হয়। তখন বাংলা ছবির বাজার ম্যাডানদের কুক্ষিগত। হলগুলোও তাদের। ম্যাডানদের বাইরে তৈরি বাংলা ছবি দেখাতে এগিয়ে এসেছিল মনোমোহন থিয়েটার। যেমন ১৯২২ সালে আঁধারে আলো ছবিটি এখানে দেখানো হয়। ১৯২৯ সালে দেবদাসও। ১৯৩১ সালে সেন্ট্রাল অ্যাভিনিউ তৈরির সময় এই হল ভাঙা পড়ে।

আরও মনোমোহন থিয়েটার ছবি