চিত্রগৃহের বিবরণ

প্রথম পাতা > চিত্রগৃহের বিবরণ
মালঞ্চ

মালঞ্চ


ঠিকানা: ৬৩ এনএসসি বোস রোড, কলকাতা ৪০

শুভারম্ভ: ২৬ অক্টোবর ১৯৭৯

প্রদর্শিত প্রথম ছবি: মহাতীর্থ কালীঘাট

এখন: বন্ধ

রায়চৌধুরী পরিবারের তৈরি মালঞ্চ সিনেমা হল যাত্রা শুরু করেছিল ২৬ অক্টোবর ১৯৭৯। দেখানো হয়েছিল পৌরাণিক ছবি মহাতীর্থ কালীঘাট। পরে অবশ্য মালঞ্চ হিন্দি ছবিই বেশি দেখাতে থাকে। প্রবীণেরা মনে করতে পারেন, শরাবি এখানে চলেছিল প্রায় ১২ সপ্তাহ, ওগো বধূ সুন্দরীও তা-ই। আখরী রাস্তা পার করেছিল ১৫ সপ্তাহ। মহব্বতে, কাল হো না হো-ও খুব ভাল ব্যবসা দিয়েছিল। হলের অন্যতম কর্ণধার সুবোধ রায়চৌধুরী মারা গেলেন ২০১০ সালে। ওঁর স্ত্রীও চলে গেলেন তিন মাসের মাথায়। মেয়েরা চেয়েছিলেন হল চালিয়ে যেতে। কিন্তু পারা গেল না। সুবোধের ভাই, হলের আর এক মালিক অমর রায়চৌধুরী জানালেন, দর্শক কমে যাওয়ার কারণেই আর টানতে পারা গেল না। বাড়িটি বিক্রির সিদ্ধান্ত হয়ে গিয়েছে।

পুনশ্চ

মালঞ্চতে সবচেয়ে বেশিদিন চলার রেকর্ড করেছিল রাজ কাপুরের রাম তেরি গঙ্গা ম্যায়লি (১৯৮৫)। অমরবাবু জানাচ্ছেন, ছবিটি এই হলে ২৪ সপ্তাহ চলেছিল।

আরও মালঞ্চ ছবি