চিত্রগৃহের বিবরণ

প্রথম পাতা > চিত্রগৃহের বিবরণ
লোটাস

লোটাস


ঠিকানা: ১০৬ এ, এস এন ব্যানার্জী রোড, কলকাতা ১২

শুভারম্ভ: ২৬.৯.১৯৫৮ (অঞ্জন)

প্রদর্শিত প্রথম ছবি: সাধনা

এখন: ভাঙা পড়েছে

আগের নাম : অঞ্জন

প্রযোজক আর ডি বনসল ১৯৫৮ সালে দায়িত্ব নিয়ে অঞ্জন সিনেমাকে লোটাসে রূপান্তরিত করেন। সেই সঙ্গে শুরু করেন লোটাস অ্যামেচার ক্লাব, যেখানে নবীন প্রতিভাকে কাজ দেখানোর সুযোগ দেওয়া হত। লোটাস ভেঙে এখন আরডিবি চেম্বার্সেরই অফিস হয়েছে।

পুনশ্চ

চিড়িয়াখানা ছবিতে যেখানে ব্যোমকেশরা বিষবৃক্ষ ছবি দেখতে যায়, ওই প্রেক্ষাগৃহের দৃশ্য শুট করা হয়েছিল লোটাসে। 

উল্লেখযোগ্য ছবি (১৯১৭-১৯৯৯)

পার্সোনাল এ্যাসিস্ট্যান্ট, শশীবাবুর সংসার

আরও লোটাস ছবি