চিত্রগৃহের বিবরণ
প্রথম পাতা > চিত্রগৃহের বিবরণ
ঠিকানা: ২ হুমায়ুন প্লেস, কলকাতা ১৩
শুভারম্ভ: ১৯৩৮
এখন: শপিং মল হয়েছে
তিরিশের দশকে ১৩৯৬ আসন নিয়ে তৈরি লাইটহাউস ছিল দেশের মধ্যে অন্যতম বড় প্রেক্ষাগৃহ। পরে অবশ্য আসন কমিয়ে ৬০০ করা হয়েছিল। সে অনেক পরের কথা। ২০০২ সালে বন্ধ হওয়ার আগে প্রায় ৭০ বছর ধরে ধর্মতলা চত্বরে হলিউডি ছবির অন্যতম প্রাণকেন্দ্র থেকেছে লাইটহাউস। পরের দিকে দেখানো হয়েছে হিন্দি ছবিও। এখন সেখানে শপিং কমপ্লেক্স হয়েছে। হুমায়ুন প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড,যারা লাইটহাউসের মালিক ছিল, তারাই নিউ এম্পায়ারেরও মালিক। লাইটহাউসের স্থপতি ছিলেন ডব্লু এম দুদক। বিখ্যাত ডাচ স্থাপত্যবিদ।
উল্লেখযোগ্য ছবি (১৯১৭-১৯৯৯)
কার্টুন, যার যেথা ঘর, একই গ্রামের ছেলে, শেষের কবিতা, পথে হ'ল দেরী, নীল আকাশের নীচে