চিত্রগৃহের বিবরণ

প্রথম পাতা > চিত্রগৃহের বিবরণ
লিবার্টি

লিবার্টি


ঠিকানা: ২৫৫বি চিত্তরঞ্জন অ্যাভিনিউ, কলকাতা ৬

শুভারম্ভ: ২৭.১০.১৯৫১ (লিবার্টি)

প্রদর্শিত প্রথম ছবি: শকুন্তলা

এখন: বন্ধ

আগের নাম : জুপিটার সিনেমা অ্যান্ড ভ্যারাইটিজ, দীপালী, চিত্রলেখা

জুপিটার থেকে লিবার্টি। চার বার নাম বদলেছে এই হলের। জুপিটার গড়ে উঠেছিল ১৯৩২ সালে। আর লিবার্টি নামে নতুন করে উদ্বোধন ১৯৫১ সালে। ৭২০ আসনের এই হল তখন থেকে হিন্দি ছবির একটা বড় আস্তানা। রাম তেরি গঙ্গা ম্যায়লি, মর্দ, তুফান, বোল রাধা বোল-এর মতো ছবি চুটিয়ে ব্যবসা করেছে এখানে। পরে অবশ্য বেলা পড়ে এল। ভোজপুরী ছবি দেখাতে শুরু করল লিবার্টি। তখনও উদিত নারায়ণ একবার এসেছিলেন, ভোজপুরী ছবিতেই গান ছিল তাঁর। শের ই হিন্দুস্তান শেষ ছবি এখানে। ২০২০ সালে অতিমারীতে বন্ধ হওয়া ইস্তক হল আর খোলেনি। 

আরও লিবার্টি ছবি