ঠিকানা: ১৪, বেলেঘাটা মেন রোড, কলকাতা ১০
শুভারম্ভ: ১৯।৭।১৯৪৬
প্রদর্শিত প্রথম ছবি: মানে না মানা
এখন: ভেঙে ফ্ল্যাটবাড়ি হয়েছে
ব্যবসা করার স্বপ্ন নিয়ে ঢাকা থেকে কলকাতায় এসেছিলেন নাগরচন্দ্র পোদ্দার। স্বপ্ন সফল হয়েছিল নাগরচন্দ্রের। ব্যবসা হল, পয়সা হল। পার্ক সার্কাসে বিরাট বাড়ি হল। এমনিতে পদবী দে, পোদ্দার হল উপাধি। ওঁর ছেলেরা দে লিখতেন। পাঁচ ছেলে নাগরচন্দ্রের— সুরেশচন্দ্র, দীনেশচন্দ্র, রামপাল, অশেষপাল আর গোবিন্দলাল। পাঁচ পুত্রবধূ সুরমাময়ী, সুরবালা, জ্যোৎস্নারানি, লতিকারানি এবং মায়ারানি। দে পরিবারের সিনেমায় উৎসাহের পিছনে এই প্রমীলাকুল। প্রথমে গ্রে স্ট্রিটে বিধুশ্রী, তার পর বেলেঘাটায় আলোছায়া, দক্ষিণে ভবানী। জমিদার এস এন রায়ের থেকে জমি লিজ নিয়ে তৈরি হয় আলোছায়া।
পুনশ্চ
এস এন রায়ের দুই মেয়ের নাম ছিল আলো ও ছায়া। তা থেকেই হলের নাম।
উল্লেখযোগ্য ছবি (১৯১৭-১৯৯৯)
অগ্নিশিখা