চিত্রগৃহের বিবরণ
প্রথম পাতা > চিত্রগৃহের বিবরণ
ঠিকানা: ৩২ লেনিন সরণি কলকাতা ১৩
শুভারম্ভ: ১৯২৮?
এখন: বন্ধ
আগের নাম : পার্ল সিনেমা, রুবি, রৌনক মহল
বিশের দশকের শেষে এই প্রেক্ষাগৃহ পার্ল নামে খ্যাত ছিল। মূলত আসত ইংরেজি ছবি। একাধিক বার এর নাম এবং মালিকানা বদল হয়েছে। বিখ্যাত পরিবেশক সংস্থা মানসাটা পিকচার্সের কর্ণধার মানসাটা এবং দত্তরা এর দায়িত্ব নেন চল্লিশের দশকে। পরিবেশকের অফিসও জ্যোতি সিনেমার বাড়িতেই ছিল। কলকাতায় ৭০ মিলিমিটার পর্দায় শোলে দেখিয়ে বিখ্যাত হয়েছিল জ্যোতি। সত্তরের দশকে তখন কলকাতায় এই হলেই এত বড় পর্দা ছিল। সাউথ প্যাসিফিক ছিল ৭০ মিলিমিটারে দেখানো প্রথম ছবি। ২০১৬ সালের অক্টোবর মাসে আগুন লেগে এই প্রেক্ষাগৃহ পুড়ে যায়।