চিত্রগৃহের বিবরণ

প্রথম পাতা > চিত্রগৃহের বিবরণ
জওহর

জওহর


ঠিকানা: ২২ কেশব সেন স্ট্রিট কলকাতা ৯

শুভারম্ভ: ১৯৬৪ (জওহর)

এখন: চলছে

আগের নাম : বীণা রঙ্গভূমি, রিপন থিয়েটার, রূপালী, ক্যাপিটাল, কীর্তি ইত্যাদি

কলেজ স্ট্রিট এলাকায় আট বিঘা জমির উপরে এই প্রেক্ষাগৃহ তৈরি করেছিলেন কবি-নাট্যকার রাজকৃষ্ণ রায়। সেটা উনিশ শতকের শেষ দিকের কথা (১৮৭৭ বা ১৮৮৭)। নাট্যমঞ্চ হিসেবেই যাত্রা শুরু। একের বার একেক প্রযোজনা সংস্থা হলটি নিয়েছে, আর তার নাম বদলাতে বদলাতে গেছে। বীণা রঙ্গভূমি দিয়ে শুরু হয়ে কখনো সে হয়েছে ইন্ডিয়ান থিয়েটার, কখনো সিটি থিয়েটার, ভিক্টোরিয়া অপেরা হাউস, প্যান্ডোরা থিয়েটার, গেটি থিয়েটার, রিপন থিয়েটার, কখনো তাজমহল। সিনেমা হল হয়েও কি কম বদল' কখনো রূপালী, কখনো হিন্দুস্থান (১৯৪৬), কখনো ক্যাপিটাল (১৯৪৭), কখনো কীর্তি (১৯৫২)। ১৯৬৪ সাল থেকে জওহর নামই অবশ্য বজায় আছে।

আরও জওহর ছবি