চিত্রগৃহের বিবরণ

প্রথম পাতা > চিত্রগৃহের বিবরণ
জয়া

জয়া


ঠিকানা: পি ২২৫ লেক টাউন, কলকাতা ৮৯

শুভারম্ভ: ১৯৬৭

এখন: ফের খুলতে পারে

আসামে গৌরাঙ্গ চন্দ্র বণিকের তিনটি সিনেমা হল ছিল। ১৯৬৭ সালে কলকাতার লেক টাউনে তিনি একটি হল খোলার সিদ্ধান্ত নিলেন। নাম হল জয়া। আসন সংখ্যা ৭৭৪। প্রথম যে বাংলা ছবি এখানে দেখানো হয়, সেটি উত্তমকুমারের জীবন-মৃত্যু। সত্তর দশকের শেষ দিকে ৪৪২টি আসন নিয়ে যুক্ত হয় মিনি জয়া। ২০২১ এর করোনা কালে এই মিনি জয়াতেই আগুন লেগে পুড়ে যায় সব। সেই থেকে জয়া, মিনি জয়া দু'টোই বন্ধ আছে। নতুন করে সাজিয়েগুছিয়ে হল খোলা যায় কি না, ভেবে দেখছেন মালিকেরা।

উল্লেখযোগ্য ছবি (১৯১৭-১৯৯৯)

দাদাভাই

আরও জয়া ছবি