চিত্রগৃহের বিবরণ
প্রথম পাতা > চিত্রগৃহের বিবরণ
ঠিকানা: ৩৮ এ পি সি রোড রাজাবাজার, কলকাতা ৯
শুভারম্ভ: ২৮.৯.১৯৭৯ (জগৎ)
প্রদর্শিত প্রথম ছবি: শ্রীকান্তের উইল
এখন: চলছে?
আগের নাম : প্যারামাউন্ট
সিনেমা হলের জমিটা আদতে ওয়াকফ বোর্ডের সম্পত্তি। দেখভালের দায়িত্বে ছিলেন স্বর্ণ ব্যবসায়ী সীতানাথ দত্ত। তাঁর থেকে লিজ নিয়েই প্যারামাউন্ট সিনেমা হলের সূচনা। পরে আর এক স্বর্ণ ব্যবসায়ী সুনীলচন্দ্র সেন এটি লিজ নিয়ে নতউন হলের নাম দেন জগৎ।
উল্লেখযোগ্য ছবি (১৯১৭-১৯৯৯)
সূর্যতৃষ্ণা, সম্রাট ও সুন্দরী, অন্ধ বিচার, অচেনা অতিথি (ডাব্ড)